দেশের ৭৯টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৪১টিতে সংখ্যালঘু জনসংখ্যা ২৫ শতাংশের বেশি এবং আর্থ-সামাজিক মানের দিক থেকে দুর্বল বলে চিহ্নিত করেছিল ইউপিএ ১ সরকার। এরকম ১৫টি আসন এবার বিরোধীদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে বিজেপি, যার অনেকটাই এসেছে পশ্চিমবঙ্গ থেকে।
এ ধরনের আসনে কংগ্রেসের ক্ষয় হয়েছে ৫০ শতাংশ। ২০১৪ সালে ১২টি আসন পেয়েছিল তারা, এবার পেয়েছে ৬টি। এর মধ্যে তিনটি আসন তারা হারিয়েছে উত্তরপূর্ব ভারত থেকে, একটি কর্নাটক থেকে এবং একটি পশ্চিমবঙ্গ থেকে।
আরও পড়ুন, খুনে অভিযুক্ত সাংসদ ১১, কোটিপতি বিজেপি এমপি ১১৬ জন
২০১৪ সালে এরকম ৩৪টি আসনে জিতেছিল বিজেপি।
২০০৮ সালে প্রথম ইউপিএ সরকার উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে ৯০টি সংখ্যালঘু অধ্যুষিত জেলাকে চিহ্নিত করে। এই জেলাগুলিতে শিক্ষা, স্বাস্থ্য, এবং দক্ষতাবৃদ্ধির ব্যাপারে বিশেষ নজর দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। ২০০১ সালের জনগণনা অনুসারে এ দেশে সংখ্য়ালঘুরা হলেন মুসলিম, শিখ, ক্রিশ্চান, বৌদ্ধ, জরাথ্রুস্ট (পার্সী), এবং জৈনরা।
জনগণনা তথ্যানুসারে মুসলিমদের সংখ্যা সবচেয়ে বেশি লাক্ষাদ্বীপে। এর পর একে একে রয়েছে জম্মু-কাশ্মীর, আসাম, পশ্চিম বঙ্গ, কেরালা, উত্তর প্রদেশ এবং বিহার। তথ্য অনুযায়ী, খ্রিষ্ট ধর্মের মানুষ বেশি দেখা যায় উত্তরপূর্বের রাজ্যগুলিতে, গোয়ায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে, কেরালায়।
যে ১৫টি আসনে বিজেপি জিতেছে, তার বড় অংশই এসেছে পশ্চিমবঙ্গ থেকে। এ রাজ্যে এরকম ৬টি আসনে জিতেছে বিজেপি। আঠারোটি সংখ্যালঘু অধ্যুষিত লোকসবা কেন্দ্রের মধ্যে চারটি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপির হাতে গিয়েছে। এগুলি হল দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, বনগাঁ, রাণাঘাট।
উত্তর প্রদেশে অবশ্য উল্টো ধারা দেখা গিয়েছে। ২০১৪ সালে বিজেপি এখানে ২০টি সংখ্যালঘু অধ্যুষিত আসনে জিতেছিল। সেবার বসপা ও সপা আলাদা আলাদা ভাবে ভোটে লড়েছিল। এবার তারা দুটি আসন হেরেছে সপার কাছে (মোরাদাবাদ এবং রামপুর)। চারটি আসন (বিজনোর, আমরোহা, সাহারানপুর এবং শ্রাবস্তী) হেরেছে বসপার কাছে। তবে সপার কাছ থেকে বদায়ুন আসনটি ছিনিয়ে নিয়েছে বিজেপি।
আরও পড়ুন, নাগরিকত্ব সংশোধনী বিল ও আসামের ভোটে বিজেপির লক্ষ্মীলাভ
এই আসনগুলির বড় অংশ ছড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গ (১৮), উত্তর প্রদেশ (২০) এবং উত্তরপূর্বে (১৬)।
উত্তর পূর্বে বিজেপি এরকম তিনটি আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেসের কাছ থেকে, একটি আসন তারা নিয়েছে এআইডিএইএফ-এর কাছ থেকে। তবে কংগ্রেসের কাছে তারা একটি আসনে হেরেও গিয়েছে। উত্তর পূর্ব ভারতে এরকম আসন এবার কংগ্রেসের দখলে দুটি, ২০১৪ সালে তাদের কাছে ছিল এরকম ছটি আসন।
বিহারে এরকম সাতটি আসনের মধ্যে জেডিইউ-এর আসন এক থেকে বেড়ে দাঁড়িয়েছে তিনে।
এবার সাংসদ হয়েছেন ২৫ জন মুসলিম। বিদায়ী লোকসভায় মুসলিম সাংসদের সংখ্যা ছিল ২৩ জন।
Read the Full Story in English