Advertisment

Explained: বিদেশে মন্তব্যের জন্য রাহুল কি লোকসভা থেকে সাসপেন্ড হবেন? কী বলছেন সংবিধান বিশেষজ্ঞরা?

বিজেপি কংগ্রেসের প্রাক্তন সভাপতির সাসপেনশন চেয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Rahul Gandhi

রাহুল গান্ধীর ব্রিটেন সফর নিয়ে তদন্তের জন্য এক বিশেষ কমিটি গঠন করা হোক। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে এমনই আবেদন জানাল বিজেপি। সাম্প্রতিক ব্রিটেন সফরে দেশের গণতন্ত্র এবং সংসদকে অপমান করেছেন রাহুল। এই অভিযোগে তাঁকে বরখাস্ত করা উচিত কি না, তা নির্ধারণ করতেই গঠন করা হোক এই বিশেষ কমিটি। এমনটাই বিজেপি আবেদনে জানিয়েছে। রাহুল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। আর, ব্রিটেনে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতেও রাজি হননি।

Advertisment

রাহুল কী বলেছে?

২৮ ফেব্রুয়ারি রাহুল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বলেছিলেন যে, 'সবাই জানে… যে ভারতীয় গণতন্ত্র…আক্রান্ত', এবং 'একটি গণতন্ত্রের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন- সংসদ, মুক্ত সংবাদমাধ্যম, বিচার বিভাগ, সংহতির ধারণা- এই সবই বাধাপ্রাপ্ত হচ্ছে।' এরপর গত ৬ মার্চ, চ্যাথাম হাউসে এক আলোচনায় রাহুল বলেন, 'এটা ভারতের সমস্যা। আর, সমাধানও ভিতর থেকেই হবে। যদিও ভারতীয় গণতন্ত্রের মাপকাঠি হল, বিশ্বের জনগণের উন্নয়ন। তাই ভারতীয় গণতন্ত্রের পতন এই বিশ্বের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুতর। সম্ভবত মারাত্মক আঘাত। তাই এটা আপনাদের জন্যও গুরুতর ব্যাপার।' বিজেপির মতে, রাহুল 'অপমানজনক, অযৌক্তিক মন্তব্য' করেছেন। বিদেশের মাটিতে হিসেব কষে ভারতীয় প্রতিষ্ঠানগুলো সম্পর্কে দুর্নাম ছড়িয়েছেন।

রাহুলের বক্তব্য কি বিশেষাধিকার লঙ্ঘন?

সেটা সংসদ ঠিক করবে। এমনটাই জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ সুভাষ সি কাশ্যপ। তিনি সপ্তম, অষ্টম এবং নবম লোকসভার মহাসচিব ছিলেন। কাশ্যপ জানিয়েছেন, সংসদই সিদ্ধান্ত নিতে পারে যে কোনও সদস্য কি বিশেষাধিকার লঙ্ঘন করেছেন? তিনি কি হাউসের অবমাননা ঘটিয়েছেন? এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার সংসদের রয়েছে।'

আরও পড়ুন- ভোটের আগেই নতুন ১৯টি জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর, কুর্সি বাঁচাতে নতুন রাজনৈতিক অঙ্ক

সাধারণভাবে রাহুলের অভিযোগ, বিরোধী সাংসদদের মাইকগুলো যখন তাঁরা কথা বলেন, তখন বন্ধ করে দেওয়া হয়। বিশেষাধিকার কমিটির জন্য এটি একটি বিষয় হতেই পারে। কারণ, একে অধ্যক্ষের চেয়ারের অপমান হিসেবে দেখা যেতে পারে। তবে, ভারতে গণতন্ত্র আক্রমণের মুখে। তাঁর এই বক্তব্য সম্ভবত সংসদের বিশেষাধিকার লঙ্ঘন হবে না। কিন্তু তারপরও, সংসদই সিদ্ধান্ত নিতে পারে যে এটা অবমাননা, না-অবমাননা নয়? এমনটাই মনে করছেন লোকসভার আরেক প্রাক্তন মহাসচিব পিডিটি আচারি।

Om Birla rahul gandhi Lok Sabha
Advertisment