Advertisment

Mallikarjun Kharge: দুর্নীতি! অভিযুক্ত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিবার

Karnataka Scam: টালমাটাল পরিস্থিতিতে কংগ্রেস পরিচালনার ভার হাতে নিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। কিন্তু, এই কেলেঙ্কারির অভিযোগ তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ করল।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Priyank Kharge, Karnataka’s minister for IT, প্রিয়াঙ্ক খাড়গে, কর্ণাটকের তথ্যপ্রযুক্তি মন্ত্রী,

Priyank Kharge-Karnataka’s minister for IT: বুধবার এক প্রেস কনফারেন্সে, প্রিয়াঙ্ক খাড়গে তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলায় বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়েছেন। (ছবি- ফাইল)

Priyank Kharge: এবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি। মল্লিকার্জুনের ছেলে কংগ্রেস সভাপতি প্রিয়াঙ্ক খাড়গে কর্ণাটকের আইটি/বিটি এবং গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েতরাজ মন্ত্রী। বিজেপির অভিযোগ, বেঙ্গালুরুর কাছে নাগরিক সুবিধার (সিএ) জন্য চিহ্নিত পাঁচ একর জমি বরাদ্দে 'কেলেঙ্কারি' হয়েছে। যার সঙ্গে জড়িত মল্লিকার্জুনের ছেলে প্রিয়াঙ্ক।

Advertisment

কর্ণাটক বিধান পরিষদের বিরোধী দলনেতা চালওয়াদি নারায়ণস্বামী বুধবার (২৮ আগস্ট) রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলটের কাছে, 'যোগ্য SC (তফসিলি জাতি) উদ্যোক্তাদের কাছ থেকে আরও একটি সুযোগ কেড়ে নেওয়ার' অভিযোগে সেরাজ্যের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গেকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন। বিজেপির অভিযোগ, মন্ত্রী প্রিয়াঙ্ক এই কেলেঙ্কারিতে সুবিধাভোগী সিদ্ধার্থ বিহার ট্রাস্টের একজন ট্রাস্টি। আর, প্রিয়াঙ্কের ভাই রাহুল খাড়গে ওই ট্রাস্টের চেয়ারম্যান।

আরও পড়ুন- টাইটলার! নামটা শুনলে কেন কেঁপে ওঠেন অকুতোভয় শিখরা?

চলতি বছরের ফেব্রুয়ারিতে, কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্ট বোর্ড (KIADB), তার দ্বারা প্রতিষ্ঠিত শিল্পাঞ্চল এলাকায় নাগরিক সুবিধার (CA) জন্য প্লট বরাদ্দের একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। এই জমিগুলো বরাদ্দের জন্য যোগ্য হওয়ার ক্ষেত্রে আবেদনকারীদের বিভিন্ন মানদণ্ড পূরণ করতে হয়েছিল। গবেষণা ও উন্নয়ন, উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্ব; দক্ষতা উন্নয়ন/কারিগরি প্রতিষ্ঠান; শিক্ষা প্রতিষ্ঠান; সরকারি বা পাবলিক সেক্টর ইউনিটের অফিস- ইত্যাদির জন্য ওই জমি বরাদ্দ করার কথা ছিল। ২০২৩ সালের নভেম্বরে জারি করা সরকারি আদেশ অনুসারে, ওই জমিগুলো ১০ বছরের লিজ-কাম-বিক্রয়ের ভিত্তিতে দেওয়া হয়েছিল।

কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্ট বোর্ড (KIADB) দ্বারা বিকশিত ওই এলাকার মোট ২৪.১ শতাংশ জমি কর্ণাটকের তফসিলি জাতি এবং উপজাতি (ST/ST) উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এবছর, কর্ণাটকের ১২টি জেলার শিল্পএলাকাজুড়ে বিস্তৃত তফসিলি জাতি এবং উপজাতি (SC/ST) উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত ১৯৩টি জমি (CA) বরাদ্দের আবেদন চাওয়া হয়েছিল। সেই জমিই কর্ণাটকের মন্ত্রী ও তাঁর ভাইয়ের দ্বারা পরিচালিত সিদ্ধার্থ বিহার ট্রাস্ট হাতিয়ে নিয়েছে বলেই অভিযোগ কর্ণাটক বিজেপির। 

karnataka Mallikarjun Kharge CONGRESS son Scam
Advertisment