Bomb threats flights: এবার এয়ার ইন্ডিয়ার মুম্বই-লন্ডন ফ্লাইট অবতরণের একঘণ্টা আগে বোমা হামলার হুমকি পেল। সব মিলিয়ে আজ, এয়ার ইন্ডিয়ার পাঁচটি বিমান, দুটি ভিস্তারা এবং দুটি ইন্ডিগো বিমান বোমা হামলার হুমকি পেয়েছে। এনিয়ে চলতি সপ্তাহে ভারতীয় বিমান সংস্থার ৩২টিরও বেশি বিমান (ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মিলিয়ে) এমন হামলার হুমকি পেল। বোমা হামলার হুমকি পাওয়ার পর মুম্বই থেকে লন্ডনগামী বিমানটি জরুরি অবস্থা ঘোষণা করে।
শেষ পর্যন্ত পরিস্থিতি
অনলাইন ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট, ফ্লাইটব়্যাডার২৪ জানিয়েছে, এয়ার ইন্ডিয়া দ্বারা পরিচালিত বোয়িং ৭৭৭ মুম্বই থেকে পূর্ব ইংল্যান্ডের ওপর দিয়ে যাওয়ার পথে এই জরুরি অবস্থার কথা ঘোষণা করে। লন্ডনে হিথরো বিমানবন্দরে বিমানটির দুপুর ১২টা ৫ এ নামার কথা ছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের অনুমতি নিয়ে বিমানটি অবতরণ করেছে। এনিয়ে টানা চার দিন বিমানে বোমা হামলার হুমকি পেল ভারতীয় বিমানগুলো।
বিমান সংস্থা জানিয়েছে
এনিয়ে টানা চার দিন বিমানগুলোতে বোমা হামলার হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি পাওয়ার অভিযোগ স্বীকার করে এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক বলেছেন, 'আজ সোশ্যাল মিডিয়ায় পাঁচটি এয়ার ইন্ডিয়ার বিমান বোমা হামলার হুমকি পেয়েছে। নিয়ন্ত্রক সংস্থাগুলোকে সবটাই জানানো হয়েছে। সমস্ত নির্ধারিত পদ্ধতি কঠোরভাবে মেনে চলা হচ্ছে। পাঁচটি বিমানই নিরাপদে অবতরণ করেছে। এয়ার ইন্ডিয়া যাত্রী এবং বিমানকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।'
আরও পড়ুন- ইজরায়েলে পাঠাল আমেরিকা, কী এই থাড, এটা পাঠানোর কারণ কী?
হুমকি রুখতে কীভাবে ব্যবস্থা?
ভিস্তারার একটি বিমান আবার হুমকি পাওয়ার পর মুম্বইয়ে অবতরণ করে যাত্রীদের নিরাপদে ফ্লাইট থেকে বের করে দিয়েছে। তারপর বিমানটি পরিত্যক্ত এলাকায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যাতে বিস্ফোরণ ঘটলেও অন্যান্য বিমান বা কারও ক্ষতি না হয়। পরে তন্নতন্ন করে তল্লাশির পর দেখা গিয়েছে, বিস্ফোরণ ঘটার কোনও সম্ভাবনাই নেই।
সরকার কী জানিয়েছে
অসামরিক বিমান পরিবহণমন্ত্রী কে রামমোহন নাইডু এক বিবৃতিতে বলেছেন, 'আমরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি। হুমকিদাতাদের ধরার চেষ্টা হচ্ছে। আমরা নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।' পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন বিমানবন্দরে মোতায়েন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীকে (সিআইএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো হুমকিদাতাদের আইপি অ্যাড্রেস খুঁজে পেয়েছে। দেখা গিয়েছে, অভিযুক্তরা লন্ডন এবং জার্মানি থেকে হুমকি দিয়েছে। এরপরই কেন্দ্রীয় গোয়েন্দারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে হুমকিদাতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো নিষ্ক্রিয় করার অনুরোধ করেছে।