Advertisment

THAAD-Israel: ইজরায়েলে পাঠাল আমেরিকা, কী এই থাড, এটা পাঠানোর কারণ কী?

US THAAD Israel: থাড একটি অত্যন্ত উন্নত আমেরিকান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই ক্ষেপণাস্ত্র চালানোর জন্য মার্কিন সেনারাও এখন থেকে ইজরায়েলে থাকবে। পশ্চিম এশিয়ার যুদ্ধে যা বিরাট অর্থবাহী।

author-image
IE Bangla Web Desk
New Update
THAAD, Israel, থাড, ইজরায়েল,

THAAD-Israel: থাড তৈরি করেছে লকহিড মার্টিন কর্পোরেশন। (ছবি: উইকিমিডিয়া কমন্স)

US THAAD Israel: ইজরায়েলে থাড ব্যাটারি প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করল আমেরিকা। লেবাননে রাষ্ট্রসংঘের শান্তিসেনাদের ওপর হামলার জন্য ইজরায়েলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে ইজরায়েলের হাতে নতুন থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তুলে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। শুধু ক্ষেপণাস্ত্র পাঠানোই না। ইজরায়েলে ওই ক্ষেপণাস্ত্র চালানোর জন্য মার্কিন সেনাও মোতায়েন করছে আমেরিকা। যা পশ্চিম এশিয়ার যুদ্ধে নতুন মাত্রা যোগ করতে চলেছে। থাড আকাশে অনেক উচ্চতায় প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে চিহ্নিত এবং ধ্বংস করতে সক্ষম এক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।

Advertisment

আমেরিকা যা জানিয়েছে

থাড সম্পর্কে আমেরিকার প্রতিরক্ষা দফতর একটি বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, '১৩ এপ্রিল এবং পরে ১ অক্টোবর ইজরায়েলের ওপর ইরানের নজিরবিহীন হামলার পরে ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে থাড শক্তিশালী করতে সাহায্য করবে। এই পদক্ষেপ, ইজরায়েলের প্রতিরক্ষার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে থাকার প্রতিশ্রুতিকে রক্ষা করবে। এটা নিশ্চিত করবে যাতে ইরানের আর কোনও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ইজরায়েলে মার্কিনদের ক্ষতি করতে না পারে।'

থাড কী?
মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের একটি গবেষণাপত্র অনুসারে, থাড ব্যাটারির সঙ্গে থাকেন ৯৫ জন সৈন্য। এর অংশ হিসেবে থাকে ছয়টি লঞ্চার। প্রতিটি লঞ্চারে থাকে আটটি, অর্থাৎ মোট ৪৮টি ইন্টারসেপ্টর। যাতে রাডার থাকে। আর, তা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রের ওপর গোলাবর্ষণে সাহায্য করে।

আরও পড়ুন- নোবেল শান্তি পুরস্কার পাওয়া জাপানের সংগঠন কী করেছে জানেন? শুনলে চমকে উঠবেন

থাড বেশ কয়েকরকম পাল্লার হয়। তার মধ্যে ১ হাজার কিলোমিটার উচ্চতায় যেটা প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে আঘাত করে, সেটা হল স্বল্পপাল্লার। যেটা মাঝারি পাল্লার, সেটা ৩ হাজার কিলোমিটার উচ্চতায় প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে আঘাত করে। আর যেটা দূরপাল্লার, সেটা আকাশে ৫,০০০ কিলোমিটার উচ্চতায় প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে আঘাত করে ধ্বংস করে দেয়। এর প্রস্তুতকারক লকহিড মার্টিন কর্পোরেশন জানিয়েছে, থাড ইরাক যুদ্ধের সময় ব্যবহৃত পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক শক্তিশালী। আর পেট্রিয়টের চেয়ে অনেক বড় এলাকাকে রক্ষা করতে সক্ষম।

Israel missile US THAAD
Advertisment