মঙ্গলবার (২৫ এপ্রিল) সুপ্রিম কোর্ট জানিয়েছে যে যৌন হয়রানির অভিযোগে ভারতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর নথিভুক্তির জন্য সাত কুস্তিগিরের আবেদনের শুনানি করবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে যে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো 'গুরুতর'। একইসঙ্গে বেঞ্চের পর্যবেক্ষণ, 'আমাদের দৃষ্টিতে বিষয়টি এই আদালতে বিবেচনার প্রয়োজন।' একইসঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে যে, এই মামলায় অভিযোগকারীদের নাম প্রকাশ করা হবে না। প্রয়োজনে আবেদনের সংশোধিত অংশ জনসাধারণের কাছে উপলব্ধ হবে।
দিল্লি পুলিশ এফআইআর নেয়নি
এর আগে কুস্তিগীরদের বহু আবেদনের পরও দিল্লি পুলিশ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেনি। বাধ্য হয়েই কুস্তিগিররা আদালতে আবেদন করেছিলেন। ১৯ এপ্রিল, ভিনেশ ফোগত এবং সাক্ষী মালিক, ভারতের সর্বাধিক খ্যাতনামা দুই মহিলা কুস্তিগীর, নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী কুস্তিগিরদের পক্ষ নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসেছিলেন। নির্যাতিতাদের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দেশের হয়ে বিশ্বচ্যাম্পিয়নশিপে একমাত্র দু'বার পদকজয়ী ভিনেশ ফোগত অভিযোগ করেন, 'মহিলা কুস্তিগিররা জাতীয় ক্যাম্পে কোচ এবং ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছেন।'
যখন জানা গেল
বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এই যৌন হয়রানির অভিযোগ চলতি বছরের শুরুতেই প্রকাশ্যে আসে। পালটা মুখ খুলেছেন ব্রিজভূষণও। তিনি বলেন, 'কোনও কুস্তিগির কি বলছে যে জাতীয় কুস্তি ফেডারেশন তাঁকে যৌন হয়রানি করেছে? শুধু ভিনেশই বলেছে। কোনও কুস্তিগির কি এগিয়ে এসে বলেছেন যে তাঁরা ব্যক্তিগতভাবে যৌন হয়রানির শিকার হয়েছেন? যদি একজনও কুস্তিগির এগিয়ে এসে একথা বলেন যে তাঁকে যৌন হয়রানি করা হয়েছে, সেদিন আমাকে ফাঁসি দিয়ে দেওয়া হোক।'
আরও পড়ুন- কোচি ওয়াটার মেট্রোর উদ্বোধন মোদীর, এই সরকারি নৌকো পরিষেবা আদৌ আরামদায়ক?
কে এই ব্রিজভূষণ?
উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বাসিন্দা ব্রিজভূষণ ছয়বারের সাংসদ। তার মধ্যে পাঁচবার তিনি বিজেপির হয়ে জয়ী হয়েছেন। একবার জয়ী হয়েছেন সমাজবাদী পার্টির হয়ে। সেটা ২০০৯ সালে। তিনি অতীতে গোন্ডা, বলরামপুরের জনপ্রতিনিধি ছিলেন। এখন কায়সরগঞ্জের জনপ্রতিনিধি। তাঁর ছেলে প্রতীক ভূষণ আবার গোন্ডা সদরের দুই বারের বিধায়ক।