Advertisment

Tirupati Balaji: 'প্রসাদম' আমিষ? বিরাট অভিযোগে সংকটে তিরুপতির বালাজি

Tirupati Balaji: চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছেন, তিরুপতি বালাজির 'প্রসাদম' তথা লাড্ডুতে পশুর চর্বি মেশানো আছে। এই লাড্ডুকে বলা হয়, 'তিরু লাড্ডু'। এই লাড্ডুর এখন জিআই ট্যাগ আছে। যা ভগবান ভেঙ্কটেশ্বরকে দেওয়া হয়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Tirupati Balaji, Temple, তিরুপতি বালাজি, মন্দির,

Tirupati Balaji-Temple: বালাজির লাড্ডু শাস্ত্রসম্মত নয় বলে অভিযোগ উঠেছে। (ছবি- ফেসবুক)

Tirupati Balaji: তিরুপতি বালাজির 'তিরু লাড্ডু' ১৭১৫ সাল থেকে ভক্তদের মধ্যে বিতরণ করা হচ্ছে। সুগন্ধযুক্ত খাঁটি ঘিয়ের মত ১০টি উপাদান দিয়ে তৈরি হয় এই লাড্ডু। কোনওদিন কোনও অভিযোগ ওঠেনি। কিন্তু, এবার অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছেন, আগের ওয়াইএসআরসিপি শাসনকালে তিরুমালায় তিরুপতি লাড্ডু প্রসাদম তৈরি করতে পশুর চর্বি ব্যবহার করা হয়েছে। বিরোধীরা অবশ্য নাইডুর অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের অভিযোগ, নাইডু মিথ্যা কথা বলছেন। তিনি যে দাবি করছেন, তার প্রমাণ দিতে হবে। 

Advertisment

নাইডু যা বলেছেন

বুধবার (১৮ সেপ্টেম্বর) চন্দ্রবাবু নাইডু অমরাবতীতে এনডিএর সভায় বলেন: 'তিরুমালার লাড্ডু নিম্নমানের উপাদান দিয়ে তৈরি হচ্ছিল। ঘিয়ের বদলে লাড্ডু বানাতে পশুর চর্বি ব্যবহার হচ্ছিল।' টিডিপির সরকার একথা জানতে পেরে শুদ্ধিকরণ করেছে। লাড্ডুগুলো তৈরিতে যাতে আমিষ ব্যবহার না হয়, তা নিশ্চিত করেছে। এমনটাই দাবি করেছেন চন্দ্রবাবু। 

অভিযোগ অস্বীকার ওয়াইএসআরসিপি

বিরোধী দল ওয়াইএসআরসিপি চন্দ্রবাবুর অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের প্রবীণ নেতা ওয়াইভি সুব্বারেড্ডি বলেন, 'রাজনীতি করতে গিয়ে নাইডু যা খুশি বলে যাচ্ছেন। তিরুপতির লাড্ডু রাজস্থান আর গুজরাটের দেশি গরুর দুধ থেকে তৈরি ঘি দিয়ে বানানো হত।'

  • ওয়াইএসআরসিপির হয়ে ওয়াইভি সুব্বারেড্ডির মুখ খোলার কারণ- তিনি তিরুমালা তিরুপতি দেবস্থানাম (টিটিডি)-এর প্রাক্তন চেয়ারম্যান ছিলেন।
  • এই সংস্থাই তিরুপতির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির পরিচালনা করে।

শুধু সুব্বারেড্ডিই না। প্রাক্তন টিটিডি চেয়ারম্যান ভূমনা করুণাকর রেড্ডিও চন্দ্রবাবু নাইডুর অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন- ফের করোনা আতঙ্ক! XEC নিয়ে দুশ্চিন্তায় স্বাস্থ্যমহল

ভূমনা করুণাকর রেড্ডি জানিয়েছেন, মন্দির কমিটির হয়ে যাঁরা এখন ঘি সংগ্রহ করেন, তাঁরাই ওয়াইএসআর জগনমোহন রেড্ডির আমলেও (২০১৯-২৪) মন্দিরের লাড্ডুর জন্য ঘি সংগ্রহের দায়িত্বে ছিলেন। সেই সময় কিন্তু, লাড্ডুর ঘিয়ের গুণমান নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। শুধু তাই নয়, ভূমনা জানান, ওয়াইএসআরসিপির আগে চন্দ্রবাবু নাইডুই ছিলেন অন্ধ্রের শাসন ক্ষমতায়। সেটা ২০১৪-১৯ সাল। সেই সময়ও একই লোকজন তিরুপতির লাড্ডুর জন্য ঘি সংগ্রহ করত।  

Chandrababu Naidu pujo food pujo Tirupati Temple Lord Venkateswara
Advertisment