Advertisment

Covid Variant: ফের করোনা আতঙ্ক! XEC নিয়ে দুশ্চিন্তায় স্বাস্থ্যমহল

Variant XEC: ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন-সহ ২৭ দেশে এই ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত ৫০০ জন করোনার এই নতুন ভেরিয়েন্টের দ্বারা সংক্রমিত হয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Covid Variant, XEC, কোভিড ভেরিয়েন্ট,

Covid Variant-XEC: খুব দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। (প্রতীকী ছবি)

Variant XEC: বিজ্ঞানীরা XEC নামে একটি নতুন করোনভাইরাসের ভেরিয়েন্ট খুঁজে পেয়েছেন। এই ভেরিয়েন্ট দ্রুত ইউরোপে ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীদের আশঙ্কা ভেরিয়েন্টটি শীঘ্রই প্রভাবশালী স্ট্রেন হয়ে উঠতে পারে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এটি 'বেশ ছোঁয়াচে'। জুনে জার্মানিতে প্রথম শনাক্ত হয়েছিল। তারপর থেকে যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিন-সহ ২৭ দেশে এই ভেরিয়েন্ট পাওয়া গিয়েছে। তবে, এখনও ভারতে XEC সংক্রমণের কোনও রিপোর্ট পাওয়া যায়নি। বিজ্ঞানীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫০০ জন করোনার এই নতুন ভেরিয়েন্টের দ্বারা সংক্রমিত হয়েছেন বলে খবর মিলেছে।  

Advertisment

XEC কী?

দ্য ইন্ডিপেনডেন্ট-এ প্রকাশিত এক রিপোর্ট বলছে, XEC ভেরিয়েন্ট আগের ওমিক্রন সাবভেরিয়েন্ট, KS.1.1 এবং KP.3.3 এর হাইব্রিড। যা বর্তমানে ইউরোপে প্রভাব ছড়িয়েছে। ওই রিপোর্টে বলা হয়েছে,  ডেনমার্ক, জার্মানি, ব্রিটেন এবং নেদারল্যান্ডে এই ভাইরাস বেশি করে ছড়িয়েছে। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, XEC শরৎ এবং শীতকালে বেশি করে ছড়াতে পারে। তবে, রোগীদের দেহেও পালটা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হচ্ছে। এটাই যা আশার কথা।

 

 

স্ক্রিপস রিসার্চ ট্রান্সলেশনাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা এবং পরিচালক এরিক টোপোল বলেছেন, 'XEC ভেরিয়েন্ট পরবর্তীকালে আরও ছড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন প্রাথমিকভাবে ছড়াচ্ছে। কয়েক মাস পরে বেশি করে ছড়িয়ে পড়তে পারে। এমনটাই আমাদের আশঙ্কা।' বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (ডব্লিউএইচও) অবশ্য এখনও XEC নিয়ে সতর্কবার্তা জারি করেনি। তবে, স্ক্রিপসের কোভিড-১৯ এপিডেমিওলজি ট্র্যাকার Outbreak.info-এ এই ভেরিয়েন্টের সিকোয়েন্সিং সম্পর্কে তথ্য আছে। ভেরিয়েন্টটি বেশ সংক্রামক বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন- ধ্বংসের মুখে পৃথিবী? বুকে আছড়ে পড়তে পারে 'মিনি-মুন'

বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (ডব্লিউএইচও) অবশ্য এখনও XEC নিয়ে সতর্কবার্তা জারি করেনি। তবে, স্ক্রিপসের কোভিড-১৯ এপিডেমিওলজি ট্র্যাকার Outbreak.info-এ এই ভেরিয়েন্টের সিকোয়েন্সিং সম্পর্কে তথ্য আছে। ভেরিয়েন্টটি বেশ সংক্রামক বলেই মনে করা হচ্ছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের জেনেটিক্স ইনস্টিটিউটের ডিরেক্টর প্রফেসর ফ্রাঁসোয়া ব্যালোক্স বিবিসিকে বলেছেন, 'যদিও XEC করোনা-এর অন্যান্য সাম্প্রতিক রূপের তুলনায় দ্রুত ছড়াচ্ছে। তবুও এর ভ্যাকসিন দরকার।'

covid Corona Variants WHO Variant
Advertisment