Advertisment

Congress Haryana polls: হরিয়ানার নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ কংগ্রেসের, কীভাবে কাজ করে ইভিএম ব্যাটারি?

Congress Haryana polls: কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ, হরিয়ানার কিছু প্রার্থীর নজরে এসেছে যে, ব্যাটারিতে ৯৯% চার্জ ছিল, এমন ইভিএমগুলোতেই কংগ্রেস হেরেছে। যেসব ইভিএমে ৬০-৭০% চার্জ ছিল, সেখানে দল জিতেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Congress leader Jairam Ramesh, কংগ্রেস নেতা জয়রাম রমেশ,

Congress leader Jairam Ramesh: সাংবাদিক বৈঠকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ। (ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস/পিটিআই)

Congress leader Jairam Ramesh: হরিয়ানা বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনেছে কংগ্রেস। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) সম্পর্কে 'গুরুতর' অভিযোগ এনেছে দল। কংগ্রেসের তরফে মুখপাত্র জয়রাম রমেশ বলেছেন, হরিয়ানার প্রার্থীরা দলের কাছে অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতেই তিনি ইভিএম নিয়ে অভিযোগ আনছেন। তবে, মঙ্গলবার তিনি এনিয়ে বিস্তারিত কিছু জানাননি। শুধু জানিয়েছেন, আগামী দিনে বিষয়টি নিয়ে কংগ্রেস নির্বাচন কমিশনের (ইসিআই) দ্বারস্থ হবে। এরপর, ৯ অক্টোবর বুধবার, কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, কয়েকটি বিধানসভা আসন থেকে কংগ্রেসের কাছে প্রার্থীরা অভিযোগ জানিয়েছেন। সেগুলো নির্বাচন কমিশনকে জানানো হবে। 

Advertisment

ইভিএম ব্যাটারি কীভাবে কাজ করে?

ইভিএমগুলি বিদ্যুতের পরিবর্তে ক্ষারীয় বা অ্যালকালাইন ব্যাটারিতে চলে। তাই সেগুলো এমন এলাকায় ব্যবহার করা যায়, যেখানে বিদ্যুৎ নেই। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, ইভিএমের কন্ট্রোল ইউনিট (সিইউ) এর পাওয়ার প্যাক ৭.৫ থেকে ৮ ভোল্ট। পাশাপাশি, ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেইল (ভিভিপ্যাট) ইউনিট ইভিএমের সঙ্গে যুক্ত থাকে। তার, নিজস্ব পাওয়ার প্যাক আছে। সেটা ২২.৫ ভোল্টের। ইভিএম ব্যাটারিগুলো সরকারি সংস্থা তৈরি করে। সেই সংস্থাগুলো হল- ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বিইএল) এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ইসিআইএল)।

ইসিআই যা জানিয়েছে
তাদের ওয়েবসাইটের বিভিন্নজনের প্রশ্নের উত্তরে ইসিআই জানিয়েছে, 'সিইউ এবং ভিভিপ্যাটের পাওয়ার প্যাকগুলোর ওপর পর্যায়ক্রমে নজর রাখা হয়। ব্যালেন্স পাওয়ার স্ট্যাটাস কন্ট্রোল ইউনিটে দেখা যায় যে, পাওয়ার কখনও বেশি বা উচ্চ, কখনও মাঝারি, কখনও বা কম। আবার চার্জ অনেক সময় খুব কম থাকে। কখন ব্যাটারি বদলাতে হবে সেটাও বুঝিয়ে দেয়- ব্যালেন্স পাওয়ার স্ট্যাটাস কন্ট্রোল ইউনিট। পাওয়ার প্যাকগুলি সেক্টর অফিসারদের কাছেই থাকে। তাঁরা প্রয়োজন অনুযায়ী, সেসব বদলে দেন।'

আরও পড়ুন- কুরুক্ষেত্রের ভোটযুদ্ধে এই ৫ কৌশলেই বাজিমাত বিজেপির, ধরতেই পারল না কংগ্রেস

ইসিআই সূত্রে খবর, একটা নতুন ব্যাটারিতে গোটা নির্বাচন, গণনা সব সুষ্ঠুভাবে করা সম্ভব। এমনকী, কখনও তো সেই ব্যাটারিতে পুনরায় নির্বাচনও করে নেওয়া যায়। ইসিআই সূত্র আরও জানিয়েছে, ডিসপ্লে ইউনিট তখনই ৯৯% চার্জ দেখাবে, যখন ব্যাটারিতে বিদ্যুতের পরিমাণ ৭.৪ ভোল্ট থেকে ৮ ভোল্টের মধ্যে থাকবে। ব্যাটারির চার্জ ৭.৪ ভোল্টের নীচে নামলেই, চার্জের প্রকৃত শতাংশ ব্যালেন্স পাওয়ার স্ট্যাটাস কন্ট্রোল ইউনিট দেখানো শুরু করবে। যখন ব্যাটারি ৫.৮ ভোল্টে পৌঁছয়, ডিসপ্লে ইউনিট তখনই ইঙ্গিত দেয়, ব্যাটারি বদলাতে হবে।

CONGRESS haryana Election Jairam Ramesh
Advertisment