Advertisment

বাড়িতে তৈরি মাস্ক পরিষ্কার করে ফের ব্যবহার করা যায়?

“স্বাস্থ্যকর্মী বা যাঁরা কোভিড ১৯ সংক্রমিতদের সংস্রবে যাচ্ছেন বা রোগাক্রান্ত- এঁদের কাউকেই এই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে না, কারণ এঁদের জন্য নির্দিষ্ট সুরক্ষা উপকরণ রয়েছে।”

author-image
IE Bangla Web Desk
New Update
Covid 19, Mask Reuse

ভারত ও আমেরিকা সহ বেশ কিছু দেশ সুপারিশ করেছে, অসংক্রমিতরাও বাইরে বেরোনোর সময়ে মুখ ঢেকে বেরোবেন।

কোভিড সংক্রমণের সময়ে মাস্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারত ও আমেরিকা সহ বেশ কিছু দেশ সুপারিশ করেছে, অসংক্রমিতরাও বাইরে বেরোনোর সময়ে মুখ ঢেকে বেরোবেন। একই মুখাবরণ কি বারবার ব্যবহার করা যেতে পারে?স্বাস্থ্যমন্ত্রক বলছে প্রতিবার ব্যবহারের পর পরিষ্কার করে নিলে তা করা সম্ভব।

Advertisment

করোনা অতিমারীর সময়ে রক্তদান

স্বাস্থ্যমন্ত্রকের অ্যাডভাইজরিতে বাড়িতে তৈরি মুখাবরণের সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে- “স্বাস্থ্যকর্মী বা যাঁরা কোভিড ১৯ সংক্রমিতদের সংস্রবে যাচ্ছেন বা রোগাক্রান্ত- এঁদের কাউকেই এই মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে না, কারণ এঁদের জন্য নির্দিষ্ট সুরক্ষা উপকরণ রয়েছে।”

এই মুখাবরণ কীভাবে পরিষ্কার করা যায়- সে নিয়ে সম্ভাব্য তিনটি উপায়ের কথা বলা হয়েছে অ্যাডভাইজরিতে।

করোনা সংক্রমিতদের হাসপাতাল থেকে ছাড়া হবে কখন?

১ সাবান ও গরম জলে দুয়ে রোদে অন্তত ৫ ঘণ্টা শুকোনো

২ লবণ জলে মুখাবরণ দিয়ে তা প্রেশার কুকারের মধ্যে রেখে প্রেশার কুকার আগুনে দশ মিনিট দিয়ে রেখে তারপর শুকিয়ে নেওয়া

৩ সাবান জলে দিয়ে অন্তত ৫ মিনিট তাপ দেওয়া, ইস্ত্রি ব্যবহার করা যেতে পারে।

এটি পরবার ব্যাপারে অ্যাডভাইজরির সুপারিশ

- ভাল করে হাত ধুয়ে নিয়ে তারপর পরতে হবে

– কোনও কারণে ভিজে বা স্যাঁৎসেঁতে হয়ে গেলে অন্য একটি ব্যবহার করতে হবে এবং ব্যবহৃতটি সাফ করে নিতে হবে

কোনও ভাবেই একজনের মুখাবরণ অন্যে ব্যবহার করবেন না

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের কেন্দ্রীয় পরিকল্পনা ঠিক কেমন?

খোলার ব্যাপারে

– খোলবার সময়ে এর দড়ি ছাড়া অন্য কোথাও যেন হাত না লাগে

– খোলবার পর ৬৫ শতাংশ অ্যালকোহল ভিত্তিক হ্যান্ড স্যানিটাইজার বা সাবান ও জল দিয়ে অন্তত ৪০ সেকেন্ড হাত ধুতে হবে

– সাবানজল বা ফুটন্ত লবণ জলে মুখাবরণ চুবিয়ে রাখতে হবে।

অ্যাডভাইজরির সুপারিশ, মুখাবরণ খোলবার ও সাফ করবার পর পরিষ্কার প্লাস্টিকের ব্যাগে সিল করে রাখতে হবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus
Advertisment