Advertisment

কোনও করোনাপ্রবণ এলাকায় গেলে কী করা উচিত?

যদি জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন, এসব শ্বাসনালীতে সংক্রমণ বা অন্য কোনও গুরুতর কারণেও হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Coronavirus, Extra Care

শিমলায় শিথিলতার সময়ে কেনাকাটি (ছবি- প্রদীপ কুমার)

করোনা প্রাদুর্ভাবের কারণে বহু মানুষ বাড়ির অভ্যন্তরে থাকলেও পুলিশ বা চিকিৎসা সম্পর্কিত পেশার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের বেরোতেই হয়। তাছাড়াও একআধবার প্রয়োজনীয় মুদির জিনিস কিনতেও সবাইকে বেরোতে হচ্ছে। যদি তাঁরা মনে করেন এই সময়ে তাঁরা কোনও সম্ভাব্য কোভিড-১৯ রোগীর সংস্পর্শে এসেছেন, তাঁরা কি ধরনের সতর্কতা অবলম্বন করবেন!

Advertisment

প্রথমত, সব কোভিড-১৯ রোগী তাঁদের কাছে যাঁরা এসেছেন, তাঁদের সংক্রমিত করবেন, ব্যাপারটা এমন নয়। দ্বিতীয়ত, যদি তাঁরা সংক্রমিত হন তাহলে নয়া সংক্রমিত ব্যক্তির উপসর্গ দেখা দেবে, যদিও সকলের ক্ষেত্রে নয়। কিন্তু তেউ যদি অসুস্থ বোধ করেন, তাহলে স্বাস্থ্য মন্ত্রকের পরামর্শ বাড়িতে আইসোলেশনে থাকুন। যদি অল্প মাথাব্যথা, সামান্য জ্বর, নাক দিয়ে সামান্য জল পড়ার মত উপসর্গ দেখা দেয়, তাহলেও সুস্থ না বোধ করা পর্যন্ত আইসোলেশনেই থাকুন।

সেক্স হরমোনের কারণেই কি কোভিড সংক্রমণে মহিলাদের মৃত্যুহার কম? 

যদি জ্বর, কাশি বা শ্বাসকষ্ট হয়, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন, এসব শ্বাসনালীতে সংক্রমণ বা অন্য কোনও গুরুতর কারণেও হতে পারে। মন্ত্রকের পরামর্শ, এ ক্ষেত্রে স্বাস্থ্য পরিচর্যাকারীদের সঙ্গে আগেভাগে যোগাযোগ করুন এবং তাঁদের জানান আপনি ভ্রমণ করেছেন কিনা, বা ভ্রমণকারীর সংস্পর্শে এসেছেন কিনা, যাতে তাঁরা দ্রুত আপনাকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে পারেন।

উপসর্গ দেখা না দিলে সাধারণ গাইডলাইনই প্রযোজ্য। আপনি যদি কিছু কিনতে বা কিছু সংগ্রহ করতে যান, তাহলে মাস্ক পরুন। মিয়মিত ভালভাবে অ্যালকোহ বেসড হ্যান্ডরাব দিয়ে হাত সাফ করুন, অথবা সাবান ও জল দিয়ে হাত ধুয়ে ফেলুন। দুই ক্ষেত্রেই আপনার হাতে থাকা ভাইরাস মরে যাবে।

হিউম্যান চ্যালেঞ্জ ট্রায়াল কী, তা বিতর্কিতই বা কেন?

বাইরে থাকাককালীন অন্যদের থেকে অন্তত এক মিটার দূরত্ব বহাল রাখুন, বিশেষ করে যদি কেউ হাঁচেন বা কাশেন। এখন এটা সর্বত্র স্বীকার্য যে নভেল করোনাভাইরাস ছড়ায় ড্রপলেটের মাধ্যমে, যে ড্রপলেট কারও হাঁচি বা কাশির সঙ্গে নির্গত হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19
Advertisment