Advertisment

RG Kar: আরজি কর-কাণ্ড! 'মমতা' নামে ব্যাপক সার্চ গুগলে

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার পর থেকে কী ভূমিকা নেন, সেদিকেই বারবার চোখ গিয়েছে নেটিজেনদের। সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবালের নামেও ব্যাপক খোঁজ হয়েছে গুগলে।

author-image
IE Bangla Web Desk
New Update
CM Mamata Banerjee at RG Kar's slain doctor's house, মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়, আরজি কর

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর ভূমিকায় অসন্তুষ্ট আন্দোলনকারীরা। (ফাইল ছবি)

Google trends this week RG Kar Mamata Banerjee: বর্তমান সময়ে কোনও কিছু জানার দরকার হলে সকলেই গুগলের ওপর ভরসা করে। কারণ, গুগল হল সার্চ ইঞ্জিন। আর, সেই গুগলে সার্চ করার প্রবণতাই বলে দিচ্ছে, গত সাত দিনে আমজনতা কী নিয়ে জানতে বেশি আগ্রহী ছিলেন? তাতে দেখা যাচ্ছে যে সার্চের একনম্বর জায়গায় আছে মাঙ্কি পক্স (Monkeypox/Mpox)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও বা মাঙ্কিপক্সকে আন্তর্জাতিক উদ্বেগের একটি বিষয় বলে ঘোষণা করেছে। তারপরই জনস্বাস্থ্যে তার কতটা প্রতিফলন পড়েছে, তা জানতে উদগ্রীব হয়ে উঠেছে আমজনতা। আর, সেটা জানতেই গুগল (Google)-এ মাঙ্কিপক্সের আপ টু ডেট জানতে চলছে লাগাতার অনুসন্ধান। শুধুমাত্র ভারতেই গত সাত দিনে মাঙ্কি পক্স সম্পর্কে অনুসন্ধান সাত গুণ বৃদ্ধি পেয়েছে। অনুসন্ধানকারীর সংখ্যাটা ৫ লক্ষেরও বেশি। 

Advertisment

আফ্রিকার বিভিন্ন দেশ প্রভাবিত

মাঙ্কিপক্সের ভাইরাল সংক্রমণে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো (ডিআরসি) এবং আফ্রিকার বিভিন্ন দেশ। হু (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী, ২০২২ সাল থেকে ১১৬টি দেশে মাঙ্কিপক্সের কারণে অন্তত ৯৯,১৭৬টি সংক্রমণ এবং ২০৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যেটি উদ্বেগজনক বলে মনে হচ্ছে তা হ'ল এই ভাইরাসের একটি নতুন স্ট্রেন বা নমুনার ছড়িয়ে পড়া। ফুসকুড়ি আছে এমন কারও সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে মাঙ্কিপক্স একজন ব্যক্তির থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়িয়ে পড়ে। মুখের সঙ্গে মুখ, ত্বকে বা চামড়ায় অথবা মুখের সঙ্গে ত্বকে কিংবা অন্য কোনও কোনও যৌনতামূলক সম্পর্কের জেরে এই ভাইরাস ছড়ায়। এক্ষেত্রে মানুষই সাধারণত সংক্রামক হিসেবে বিবেচিত হয়। 

মাঙ্কিপক্সের উপসর্গ

প্রথম আক্রমণের সময়কাল, সংক্রমণের ০-৫ দিনের মধ্যে। যার উপসর্গ হল- জ্বর, মাথাব্যথা এবং লিম্ফ নোড ফুলে যাওয়া। জ্বরের দুই দিনের মধ্যেই ত্বকে ফাটল দেখা যায়। ফুসকুড়ি মুখের ওপর বেশি ঘনীভূত। তবে তালু এবং পায়ের তলাতেও দেখা যায়। এছাড়াও মুখের শ্লেষ্মা ঝিল্লি, কনজেক্টিভা, চোখে কর্নিয়া এবং যৌনাঙ্গকেও মাঙ্কিপক্স ভাইরাস প্রভাবিত করে।

আরও পড়ুন- আবগারি নীতি মামলায় ইডি-সিবিআই ব্যাকফুটে, কবিতার জামিন

অনুসন্ধানের বিষয়বস্তু মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যান্য গুগল অনুসন্ধানের মধ্যে শীর্ষ তালিকায় আছে, বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, রক্ষা বন্ধন বা রাখি, একটি সংস্থার নতুন মডেলের গাড়ি আর মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে গুগলে ব্যাপক অনুসন্ধানের কারণ, আরজি কর মেডিক্যাল কলেজে গত ৯ অগাস্ট এক স্নাতকোত্তর চিকিৎসক পড়ুয়া খুন হয়েছেন। যা গোটা দেশ তো বটেই বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে সরব হয়েছেন বিরোধীরা। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই ভয়াবহ ঘটনায় পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য পুলিশ এবং আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। আর, চিকিৎসা জগতে যুক্ত পেশাদারদের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য নয় সদস্যের একটি প্যানেল গঠন করেছে। পাশাপাশি গুগল সার্চের তালিকায় রয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবালের নামও। 

 

RG Kar Medical College Google Search google Chief Minister Mamata
Advertisment