Advertisment

Haryana Vote: হরিয়ানার লড়াই ২০১৪ থেকেই দ্বিমুখী, কংগ্রেস-বিজেপিতে ভাগাভাগি জাঠভূমি

Haryana Vote: ২০১৯ লোকসভা নির্বাচনে, বিজেপির ফলাফল ভালোই হয়েছিল। বিজেপি ১০টি আসন জিতেছিল। পেয়েছিল ৫৮.২% ভোট। কংগ্রেস পেয়েছে মাত্র ২৮.৫% ভোট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Haryana Vote, হরিয়ানা নির্বাচন

Haryana Vote: এবারের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ী হয়েছে। (ছবি- এক্সপ্রেস)

Haryana Vote: মঙ্গলবার বিজেপি হরিয়ানায় একটি ঐতিহাসিক জয় পেয়েছে। এনিয়ে তারা টানা তৃতীয়বার জাঠভূমে ক্ষমতায় বসতে চলেছে। লোকসভা এবং বিধানসভা নির্বাচনের তথ্য বলছে, হরিয়ানায় নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা ক্রমশই দ্বিমুখী হয়ে উঠেছে। জাঠ রাজ্যের প্রধান দুই দল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ব্যবধান ক্রমশই কমছে। যার সঙ্গে পাল্লা দিয়ে হরিয়ানার আঞ্চলিক দলগুলো ক্রমশই শেষ হয়ে যাওয়ার পথে হাঁটছে।

Advertisment

২০১৪ সালে যা হয়েছিল

২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি হরিয়ানার ১০টি লোকসভা আসনের মধ্যে সাতটিতে জিতেছিল। কংগ্রেস মাত্র একটিতে জিতেছিল। ওমপ্রকাশ চৌতালার নেতৃত্বাধীন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) জিতেছিল দুটি আসনে। বিজেপি পেয়েছিল ৩৪.৮% ভোট। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (INLD) পেয়েছিল ২৪.৪% ভোট এবং কংগ্রেস পেয়েছিল ২৩% ভোট।

কয়েক মাস পরে, বিজেপি হরিয়ানা বিধানসভা নির্বাচনে জয়লাভ করে। ৪৭টি আসন পায়। মোট প্রদত্ত ভোটের ৩৩.৩% পেয়েছিল। যার ফলে, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল গেরুয়া শিবির। সেই নির্বাচনে হরিয়ানায় কংগ্রেসের ১০ বছরের শাসনের অবসান ঘটেছিল। কংগ্রেস মাত্র ১৫টি বিধানসভা আসনে জিতেছিল। পেয়েছিল ২০.৭% ভোট। লোকদল বা আইএনএলডি পেয়েছিল ১৯টি আসন এবং ২৪.২% ভোট।

২০১৯ সালে যা হয়েছিল

২০১৯ লোকসভা নির্বাচনে, বিজেপি তার পরিসংখ্যানের উন্নতি করে। ১০টি আসনের সবকটিতেই জয়ী হয়। পায় ৫৮.২% ভোট। কংগ্রেস পায় মাত্র ২৮.৫% ভোট। একই বছরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি ৪০ আসন পেয়েছিল। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার চেয়ে ছয়টি কম। যার জন্য বিজেপির সরকার গড়তে দুষ্যন্ত চৌতালার নেতৃত্বাধীন জননায়ক জনতা পার্টির (জেজেপি) ১০ বিধায়কের সমর্থনের প্রয়োজন হয়ে পড়েছিল। কংগ্রেস জিতেছিল ৩১ আসনে। বিজেপি এবং কংগ্রেস উভয়ই তাদের ভোটের ভাগ বাড়িয়েছিল। বিজেপি পেয়েছিল ৩৬.৫% ভোট আর কংগ্রেস ২৮.১% ভোট।

২০২৪ সালে যা হয়েছে

২০২৪ সালের লোকসভা নির্বাচনে, বিজেপি মাত্র পাঁচটি আসন পেয়েছে। বাকি পাঁচটি আসনে জিতেছে কংগ্রেস। বিজেপি পেয়েছে ৪৬.১১% ভোট। কংগ্রেস পেয়েছে ৪৩.৬৭% ভোট। মঙ্গলবার প্রকাশিত ফলাফলে কিন্তু, বিজেপি হরিয়ানায় তার সর্বোচ্চ আসন পেয়েছে। ৪৮টিতে জয়ী হয়েছে। ভোট পেয়েছে ৩৯.৯%। কংগ্রেস ৩৭টি আসনে জিতলেও পেয়েছে ৩৯.১% ভোট। 

আরও পড়ুন- হরিয়ানার নির্বাচনে ষড়যন্ত্রের অভিযোগ কংগ্রেসের, কীভাবে কাজ করে ইভিএম ব্যাটারি?

গত তিনটি বিধানসভা নির্বাচনের সময়, ভোট ভাগের ক্ষেত্রে কংগ্রেস এবং বিজেপির মধ্যে ব্যবধান ক্রমশ কমেছে। ২০১৪ সালে ব্যবধান ছিল ১২.৬ শতাংশ। আর, এবার ব্যবধান মাত্র ০.৮ শতাংশ।  লোকসভা নির্বাচনেও একই প্রবণতা দেখা গিয়েছে। দুই দলের মধ্যে ব্যবধান ২০১৯ সালে ছিল ২৯.৭ শতাংশ। সেটাই ২০২৪-এ কমে হয়েছে ২.৪৪ শতাংশ।

bjp haryana Cong Lok Sabha Election Result
Advertisment