India’s weather forecasting: সরকার দেশের আবহাওয়া দফতরগুলোর উন্নয়নের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে। আবহাওয়ার নির্ভুলভাবে পূর্বাভাসের জন্য এই উন্নয়নের প্রয়োজন বলেই প্রশাসন মনে করছে। কিছুদিন আগে পর্যন্ত, ভারতের আবহাওয়া বিভাগ প্রধানত বর্ষার মরশুমে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া বা চার মহানগরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা জানানোটাকেই একমাত্র কাজ করে তুলেছিল।
আর, এই সব কারণেই আবহাওয়া দফতর বহু মূল্যবান কাজ করলেও, সাধারণ জনগণের কাছে এই দফতর খুব বেশি প্রাসঙ্গিক কোনওদিনই হয়ে উঠতে পারেনি। গত এক দশকে এই পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটেছে। সেটা আবহাওয়া দফতরের কাছ থেকে জনসাধারণের চাহিদা এবং প্রাপ্তি, উভয় দিক থেকেই। বর্তমানে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) প্রতিদিন শুধু বৃষ্টিপাত নয়, সব ধরনের আবহাওয়ার ঘটনা সম্পর্কেই তথ্য প্রকাশ করছে, তার পরিমাণ বিশাল। কিন্তু, সেটাও যথেষ্ট নয় বলেই মনে করছেন আমজনতা এবং প্রশাসন। আর, সেই কারণেই আবহাওয়া দফতরগুলোর উন্নয়নে জোর দিচ্ছে সরকার।
সঠিক এবং সুনির্দিষ্ট ভবিষ্যদ্বাণীর চাহিদা বেড়েছে
বর্তমানে আরও সঠিক এবং সুনির্দিষ্ট ভবিষ্যদ্বাণীর চাহিদা বেড়েছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের জন্য আবহাওয়ার খামখেয়ালিপনা বৃদ্ধি পেয়েছে। যখন তখন সেগুলো দুর্যোগে পরিণত হচ্ছে। আইএমডির বর্তমান সক্ষমতায় সেই সব খামখেয়ালিপনার সঠিক পূর্বাভাস দেওয়া পুরোপুরি সম্ভব নয়। এই কারণে ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে, সরকার আইএমডি (IMD)-এর বর্তমান সক্ষমতাগুলোর উন্নয়ন ঘটানোর পরিকল্পনা করছে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন- মেয়ে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী, কমলার মা-বাবাকে খুঁজছেন নেটিজেনরা
এর আগের অগ্রগতি
অতীতেও আবহাওয়া দফতরের অগ্রগতি ঘটানোর চেষ্টা হয়েছে। ২০১২ সালে 'মনসুন মিশন'-এর আওতায় এই চেষ্টা চলেছে। যার লক্ষ্য ছিল, বর্ষার পূর্বাভাসগুলোকে আরও ভালোভাবে দেওয়া। যাতে দেশের আর্থিক পরিস্থিতির অগ্রগতি ঘটানো সম্ভব হয়। এরপরে, আবহাওয়া পর্যবেক্ষণের প্রক্রিয়ার অগ্রগতি ঘটাতে উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন কমপিউটিং সিস্টেম ইনস্টল করা হয়েছে। ডপলার রাডারের মত অত্যাধুনিক যন্ত্র স্থাপন করা হয়েছে। উন্নততর কমপিউটার সিমুলেশন মডেল তৈরির জন্য আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।