জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই তিন মাসে ভারতের মোট দেশীয় পণ্য (জিডিপি) বৃদ্ধি পূর্ববর্তী ত্রৈমাসিকের থেকে ক্রমান্বয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ২০২২-২৩ আর্থিক বছরের সামগ্রিক বৃদ্ধির হার ৭ শতাংশ ছাড়িয়ে যাবে। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস (এনএসও) জানুয়ারি-মার্চের সম্ভাব্য জিডিপির অনুমান প্রকাশ করবে।
অর্থনীতিবিদদের আশা
অর্থনীতিবিদরা চতুর্থ ত্রৈমাসিকে (Q4) জিডিপি বৃদ্ধি ৫ শতাংশের ওপরে পৌঁছে যাবে বলেই অনুমান করছেন। এর ফলে উচ্চ ক্যাপএক্স (CapEx)-সহ পরিষেবা খাতে টেকসই বৃদ্ধি ঘটতে পারে বলেই অর্থনীতিবিদরা অনুমান করছেন। আইসিআরএ (ICRA)-এর হিসেব অনুযায়ী, পরিষেবার বৃদ্ধি ২০২৩ অর্থবর্ষে (FY2023)-র চতুর্থ ত্রৈমাসিকে বেড়ে ৬.৪ শতাংশ হতে পারে। আর, ২০২৩ এর তৃতীয় ত্রৈমাসিকে এই পরিষেবা খাতে বৃদ্ধি থাকার সম্ভাবনা ৬.২ শতাংশ।
পরিষেবা খাত
পরিষেবা খাতের ১৪টি উচ্চ-ফ্রিকোয়েন্সি সূচকগুলোর মধ্যে নয়টিরই কার্যকারিতা ২০২৩ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের তুলনায় চতুর্থ ত্রৈমাসিকে বাড়বে। যা আংশিকভাবে হলেও যোগাযোগ-নিবিড় হওয়ার লক্ষণ। এর ফলে করোনার জেরে বিমান শিল্পের ওপর যেভাবে প্রভাব পড়েছিল, তা থেকে বিমান পরিবহণের চাহিদা অনেকটাই বাড়বে। তবে, আইসিআরএ মনে করছে যে ক্ষেত্রবিশেষে অসম বৃদ্ধি থাকবে। দেশীয় অর্থনৈতিক কার্যকলাপের জন্য জিডিপির যতটা বাড়ার কথা ছিল, ততটা বাড়বে না।
আরও পড়ুন- তিন যাত্রীকে নিয়ে মহাকাশে চিনের যান, কিন্তু কেন?
আরবিআইয়ের ধারণা
তবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার (আরবিআই) অনুমান, চলতি অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি বৃদ্ধি হবে ৫.১ শতাংশ। আর, গোটা বছরের জন্য তা হবে ৭ শতাংশ। এই আর্থিক বৃদ্ধির জেরে, ভারত দ্রুত বর্ধনশীল অর্থনীতির তকমা ধরে রাখতে পারবে বলেই আরবিআইয়ের আশা। একইসঙ্গে আরবিআই মনে করছে, ২০২৩-২৪ অর্থবর্ষে ডিজিপি বৃদ্ধির হার হবে ৬.৫ শতাংশ। শুধু তাই নয়, ২০২৩-২৪ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার হবে ৭.৬ শতাংশ। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মনে করছে, অভ্যন্তরীণ খরচ কমবে, বিনিয়োগ বাড়বে। কৃষিক্ষেত্রে উন্নতি ঘটবে। ব্যবসা জোরদার হবে। ভোক্তাদের আস্থা বৃদ্ধি ঘটবে। জিডিপির বৃদ্ধি এরই সামগ্রিক প্রতিফলন।