Advertisment

Vishwakarma Puja 2024 Date: ১৬ না ১৭ সেপ্টেম্বর, এবছর বিশ্বকর্মা পুজো কবে? জানুন তিথি ও শুভক্ষণ

Vishwakarma Puja 2024 Date: জেনে নিন পুজোর সঠিক তারিখ, আচার এবং নিয়ম-কানুন। কখন বা কোন শুভ সময়ে পুজো করলে সন্তুষ্ট হবেন শিল্পের দেবতা, জেনে নিন তা-ও।

author-image
Chinmoy Bhattacharjee
আপডেট করা হয়েছে
New Update
Vishwakarma Puja 2024 Date, ২০২৪ সালের বিশ্বকর্মা পুজোর তারিখ,

Vishwakarma Puja 2024 Date: বিশ্বকর্মা পুজো ভাদ্র মাসের সমাপ্তি ঘোষণা করে। (ছবি- টুইটার)

Lord Vishwakarma Puja 2024 Date and Time: হিন্দু ধর্মমতে শিল্পের দেবতা হলেন ভগবান বিশ্বকর্মা। প্রতিবছর দেশজুড়ে সাড়ম্বরে ভগবান বিশ্বকর্মার পুজো আয়োজিত হয়। বর্তমান সময়ে শিল্পের পরিধি বেড়েছে। আগে কলকারখানাগুলোতেই বিশ্বকর্মা পুজোর আয়োজন হত। বর্তমান বিভিন্ন অফিসে, এলাকাভিত্তিকভাবে মণ্ডপ তৈরি করেও ভগবান বিশ্বকর্মার পুজো সাড়ম্বরে আয়োজন করা হয়ে থাকে। দেশের বিভিন্ন রাজ্যের মধ্যে বাংলা, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশেই বিশ্বকর্মা পুজো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে আয়োজন করা হয়।

Advertisment

বিভ্রান্তির কারণ কী?

এবার বিশ্বকর্মা পুজোর দিন নিয়ে বিভ্রান্তি রয়েছে অনেকের মনেই। জ্যোতিষ মতে, প্রতিবছর ভাদ্র মাসে সূর্য যখন সিংহ রাশি ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করে, তখন বিশ্বকর্মা পুজো হয়। প্রতিবছরই ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়। কিন্তু, এবার নাকি ১৬ সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো! এমন জল্পনায় মানুষের মনে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিভ্রান্তির কারণ, এবার কন্যা রাশিতে সূর্য প্রবেশ করছে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে। কিন্তু, এই বিভ্রান্তি অর্থহীন। কারণ, হিন্দু ধর্মে তিথি নির্ধারণে চন্দ্রের চেয়েও সূর্যের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। সেই কারণে, সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলেও তার উদয় বা সূর্যোদয় হবে পরদিন অর্থাৎ ১৭ সেপ্টেম্বর। সেই কারণে, ওই দিনই পালিত হবে বিশ্বকর্মা জয়ন্তী। 

আরও পড়ুন- নতুন জাতীয় সড়ক আইনে হতে পারেন লাভবান, জেনে নিন বিস্তারিত

প্রতিবছর বিশ্বকর্মা পুজো কেন একই দিনে হয়?

বিশ্বকর্মা পুজো হয় ভাদ্র মাসের সংক্রান্তিতে। ভাদ্র সংক্রান্তির শেষ দিনটা অপরিবর্তিত থাকে। তাই, বিশ্বকর্মা পুজো বাংলার ৩১ ভাদ্র এবং ইংরেজির ১৭ সেপ্টেম্বর হয়। তবে ব্যতিক্রমও ঘটে। ২০১৯ সালেই যেমন ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো পালিত হয়েছিল। এর কারণ, বৈশাখ থেকে শ্রাবণ-এই চার মাসের কোনওটায় দিনের কমবেশি হয়েছিল। যার ফলে বৈশাখ থেকে ভাদ্র সংক্রান্তি পর্যন্ত ১৫৬ দিন পূর্ণ হওয়ার কথা থাকলেও, সেটা হয়নি। এই ১৫৬ দিন পূর্ণ হতে আরও একদিন লেগেছিল। সেই কারণে, সেবছর বিশ্বকর্মা পুজো হয়েছিল ১৮ সেপ্টেম্বর।   

pujo time date change Vishwakarma Puja
Advertisment