Advertisment

Explained: ভারতে এসে 'দ্য কাশ্মীর ফাইলস'কে তুলোধনা ইজরায়েলি জুরি প্রধানের, কী বলেছেন?

কড়া ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত।

author-image
IE Bangla Web Desk
New Update
Nadav Lapid

নাদাভ ল্যাপিড

ইজরায়েলি চলচ্চিত্র নির্মাতা নাদাভ ল্যাপিড সোমবার (২৮ নভেম্বর) বিবেক অগ্নিহোত্রীর চলচ্চিত্র 'দ্য কাশ্মীর ফাইলস'কে 'অশ্লীল' এবং 'প্রপাগান্ডা' বলে সমালোচনা করেছেন। আর, তার জেরে সংবাদ শিরোনামেও উঠে এসেছেন। ল্যাপিড, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ার (IFFI) ৫৩তম সংস্করণের জুরি প্রধান। গোয়ায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি ওই মন্তব্য করেছেন।

Advertisment

কী বলেছেন?

ল্যাপিড IFFI এর আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের জুরি চেয়ারম্যান ছিলেন। তিনি বলেন, 'আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১৫টি চলচ্চিত্র ছিল। তার মধ্যে ১৪টির সিনেমাটিক গুণাবলি ছিল। যা প্রাণবন্ত আলোচনার জন্ম দিয়েছে। আমরা সবাই ১৫তম ফিল্ম, দ্য কাশ্মীর ফাইলস-এর জন্য বিরক্ত ও হতবাক হয়েছি। এটি একটা প্রচার আর অশ্লীল চলচ্চিত্রের মতো মনে হয়েছে। এমন একটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উত্সবে এই ধরনের শৈল্পিক প্রতিযোগিতামূলক বিভাগের জন্য এই চলচ্চিত্র অনুপযুক্ত।'

মন্তব্যের প্রতিক্রিয়া

ল্যাপিডের বক্তৃতা রীতিমতো সাড়া ফেলেছে। কেউ একে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর-সহ মোদী সরকারের ঘনিষ্ঠদের সামনে বলার জন্য প্রশংসা করেছেন। সাহসিকতার জন্য ল্যাপিদের পিঠ চাপড়ে দিয়েছেন। আবার অনেকে ইসলামি হিংসাকে চাপা দেওয়া এবং কাশ্মীরের হিন্দুদের দুর্দশাকে উপেক্ষা করার দায়ে অভিযুক্ত করেছেন।

আরও পড়ুন- গুজরাটেই মোদীকে রাবণের সঙ্গে তুলনা কংগ্রেস সভাপতির, পালটা সুর চড়াল বিজেপিও

রাষ্ট্রদূতের অভিযোগ

ল্যাপিডের মন্তব্যের সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া এসেছে ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত নাওর গিলনের থেকে। টুইটে গিলন বলেছেন, 'আপনি IFFI-তে বিচারকদের প্যানেলের সভাপতিত্ব করার জন্য ভারতীয়দের আমন্ত্রণ, সেই সঙ্গে তাঁরা আপনার প্রতি যে আস্থা, সম্মান এবং উষ্ণ আতিথেয়তা দেখিয়েছে, তার প্রতি অন্যায় করেছেন। তার সবচেয়ে খারাপ অপব্যবহার করেছেন। একজন হলোকাস্ট সারভাইভারের সন্তান হিসেবে ভারতে আপনার এই প্রতিক্রিয়া দেখে আমি খুবই কষ্ট পেয়েছি। কারণ, কার্যত আপনি শিন্ডলারের তালিকা, হলোকাস্ট এবং আরও খারাপ পরিস্থিতি নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন।'

সম্পর্কে প্রভাব?

ল্যাপিড এই মন্তব্য করে কার্যত ভারত এবং ইজরায়েলের সম্পর্ককে খারাপ করেছেন। তিনি স্বাধীনভাবে ইজরায়েলের মধ্যে এই মন্তব্য করতেই পারতেন। কিন্তু, তাঁর হতাশা বাইরে প্রকাশ করে কার্যত অন্যায় করেছেন বলেই তীব্র সমালোচনায় জানিয়েছেন ইজরায়েলের রাষ্ট্রদূত।

Read full story in English

India israeli-embassy International Film Festival
Advertisment