Advertisment

Explained: জিও-র নতুন ফোন বাজারে, যা সুবিধা দিচ্ছে, রীতিমতো ভয়ে অন্য সংস্থাগুলো

গ্রামের বাজারকেই টার্গেট করেছে। সেজন্য দাম একেবারে সস্তা রেখেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jio

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৯৯৯ টাকা দামে একটি নতুন ফিচার ফোন বাজারে লঞ্চ করেছে। যা সম্ভবত ভারতীয় বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৪জি ইন্টারনেট ব্যবহারের যোগ্য ফোন। নতুন এই ফোনটি, জিও ভারত নামে, রিলায়েন্স জিও-র ডিজাইন করা একটি অপারেটিং সিস্টেমে চলে। আর কোম্পানির বিনোদন এবং অর্থপ্রদানের অ্যাপ্লিকেশনগুলো বা অ্যাপগুলো এই ফোনে থাকে বা গ্রাহক বিনামূল্যেই পেয়ে থাকেন।

Advertisment

এর হার্ডওয়্যার অফারের অংশ হিসেবে রাখা হয়েছে অন্যান্য ফোনের মতই। পাশাপাশি, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া থেকে গ্রাহকদের প্রলুব্ধ করার জন্য একটি নতুন সাশ্রয়ী মূল্যের ট্যারিফ প্ল্যানও গ্রাহকদের অফার করছে জিও। রিলায়েন্স লক্ষ্য করছে যে ২৫ কোটি এন্ট্রি-লেভেল মোবাইল ব্রডব্যান্ড গ্রাহক, বিশেষ করে গ্রামীণ বাজারে এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া বেশি চলে।

শহরাঞ্চল যখন ৫জি পরিষেবা নিয়ে ব্যস্ত, তখন এই ফোনগুলো ২জি ইন্টারনেটের পরিষেবা দেয়। কিন্তু, তাতেই খুশি থাকতে বাধ্য হন গ্রাহকরা। সেখানে যদি গ্রামীণ গ্রাহকদের ৪জি পরিষবা দেওয়া যায়, তাতে বাজার ধরাও যেমন সহজ হবে। তেমনি গ্রাহকরাও খুশি হবেন। সেই কথা মাথায় রেখেই জিও-র এই নতুন ফোন বাজারে আনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন যে জিও-র এই ফোন যদি গ্রামীণ গ্রাহকদের আকৃষ্ট করতে সফল হয়, তবে এটি বিএসএনএলের পাশাপাশি অন্য দুই শীর্ষ ইন্টারনেট অপারেটরের ব্যবসাতেও ভালো প্রভাব ফেলবে। আর, গ্রামীণ গ্রাহকরা শহরতলি বা শহরের গ্রাহকদের মত ক্ষণে ক্ষণে ফোন এবং ইন্টারনেট পরিষেবা বদলান না। সেই কারণে, পরিষেবা ভালো দিতে পারলে গ্রামাঞ্চলে ফোনের ব্যবসা ভবিষ্যতে দীর্ঘদিন জিওর হাতেই থাকবে। আর, এটাই জিও-র লক্ষ্য।

আরও পড়ুন- সেনার আবেদনে কাজ, বদলাচ্ছে সিআরপিএফের উর্দি, জারি হয়েছে ফরমানও

জিও ভারতের এই নতুন ফোনটার দাম করেছে ৯৯৯ টাকা। জিও দাবি করছে, এটা এখনও পর্যন্ত দেশে ৪জি ইন্টারনেট ব্যবহার করার জন্য সবচেয়ে সস্তা ফোন। এখানে জিও সিনেমা, জিও পে-এর মত জিও-র যে নিজস্ব অ্যাপগুলো আছে, তা ব্যবহারকারীরা পেয়ে যাবেন। এমনকী, ইউপিআই পেমেন্টও এই ফোনের মাধ্যমে গ্রাহক করতে পারবেন।

jio smartphone 5G smartPhone
Advertisment