Advertisment

নয়া ট্রাফিক আইন: অপরাধ ও শাস্তির তালিকা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন সংসদে পাশ হওয়া নতুন ট্রাফিক আইন এ রাজ্যে লাগু হবে না। কী রয়েছে এই আইনে, কতটা কঠোরতর হয়েছে শাস্তি? দেখে নিন।

author-image
IE Bangla Web Desk
New Update
New Traffic Rule, Motor Vehicles Act

নতুন ট্রাফিক আইনে শাস্তির মাত্রা বাড়ছে

ভারতে নতুন ট্রাফিক আইন এবং জরিমানা, ২০১৯: মোটর ভেহিকেল (সংশোধনী) আইন ২০১৯, ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে। দেশ জুড়ে সাধারণ যে সব ট্রাফিক আইন লঙ্ঘিত হয়ে থাকে, তার উপর এবার কড়া শাসন লাগু করতে চলেছে কেন্দ্র।

Advertisment

সাম্প্রতিকতম সংশোধনী অনুসারে অপরাধ ও তার শাস্তি:

সাধারণ অপরাধ- প্রথমবার আইন লঙ্ঘনে ৫০০ টাকা জরিমানা, দ্বিতীয়বারের অপরাধে ১৫০০ টাকা জরিমানা

রাস্তার আইন লঙ্ঘন- ৫০০ টাকা জরিমানা

টিকিট ছাড়া ভ্রমণ- ৫০০ টাকা পর্যন্ত জরিমানা

আরও পড়ুন, কেন্দ্রের নয়া ট্রাফিক আইন মানবে না মমতা সরকার

কর্তৃপক্ষের আদেশ অমান্য ও তথ্য দিতে অস্বীকার- ২০০০ টাকা পর্যন্ত জরিমানা

লাইসেন্স ছাড়া বেআইনি গাড়ি ব্যবহার- ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা

লাইসেন্স ছাড়া গাড়ি চালানো- ৫০০০ টাকা জরিমানা

অযোগ্যতা সত্ত্বেও গাড়ি চালানো- ১০,০০০ টাকা জরিমানা

অযোগ্য প্রতিপন্ন হওয়া সত্ত্বেও কন্ডাক্টরের ভূমিকাপালন- ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা

মোটর ভেহিকেল বা তার যন্ত্রপাতির নির্মাণ, রক্ষণাবেক্ষণ, বিক্রি এবং বদল সম্পর্কিত জরিমানা- ১ বছর পর্যন্ত জেল এবং অথবা গাড়ি পিছু ১ লক্ষ টাকা করে জরিমানা

ত্রুটিপূর্ণ গাড়ি- ত্রুটিপূর্ণ গাড়ির জন্য ১ বছর পর্যন্ত জেল এবং অথবা ১ লক্ষ টাকা করে জরিমানা

আইন ভঙ্গ করে গাড়ির আপৎকালীন অংশের বিক্রি- ১ বছর পর্যন্ত জেল এবং অথবা যন্ত্রাংশ পিছু ১ লক্ষ টাকা করে জরিমানা

নিয়মের চেয়ে বড় আকারের গাড়ি- ৫০০০ টাকা জরিমানা

অতিরিক্ত গতি- হালকা গাড়ির জন্য ১০০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা, মাঝারি যাত্রীবাহী গাড়ি বা মালবাহী গাড়ির ক্ষেত্রে ২ হাজার টাকা থেকে ৪ হাজার টাকা পর্যন্ত জরিমানা, দ্বিতীয়বার অপরাধে লাইসেন্স বাজেয়াপ্ত

বিপজ্জনকভাবে গাড়ি চালানোর শাস্তি- প্রথম অপরাধে ৬ মাস থেকে এক বছরের জেল এবং অথবা ১০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা, প্রথম অপরাধের তিন বছরের মধ্যে ফের একই অপরাধে ২ বছর পর্যন্ত জেল এবং অথবা ১০০০০ টাকা জরিমানা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানো- প্রথম অপরাধে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং অথবা ৬ মাস পর্যন্ত জেল, দ্বিতীয় অপরাধে ৩০০০ টাকা জরিমানা এবং অথবা দু বছর পর্যন্ত জেল

শারীরিক বা মানসিক ভাবে ফিট না হওয়া সত্ত্বেও গাড়ি চালানো- প্রথম অপরাধে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, দ্বিতীয় অপরাধে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা

দুর্ঘটনাজনিত অপরাধের শাস্তি (ধারা ১৩২ (১), ১৩৩, ১৩৪)- প্রথম অপরাধে- ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং অথবা ৬ মাস পর্যন্ত জেল, দ্বিতীয় অপরাধে ১০০০০ টাকা পর্যন্ত জরিমানা এবং অথবা ১ বছর পর্যন্ত জেল।

বিশ্লেষণমূলক সব খবর পড়তে ক্লিক করুন এই লিংকে

Advertisment