দেশে করোনার দাপট অব্যাহত। ভারতের মৃতের সংখ্যা এক লক্ষ ছুঁইছুঁই। দেশের মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে প্রতি দশ জন মৃতের মধ্যে একজন ভারতীয়। বিশ্বে দৈনিক মৃতের সংখ্যা ৪ থেকে ৬ হাজার, তার মধ্যে ভারতেই দৈনিক সেই সংখ্যাটা হাজারের মতো। গত এক মাস যাবৎ এটাই চিত্র দেশের করোনা পরিস্থিতির। বিশ্বে দৈনিক মৃত্যুর মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ ভারতেই হচ্ছে। প্রতিদিন গড়ে হাজারেরও বেশি। যে আমেরিকায় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছেন, সেখানেও এখন দৈনিক ৩০০রও কম মৃত্যু হচ্ছে। এই পরিসংখ্যান ভারতের জন্য সত্যিই উদ্বেগের।
প্রতি ১০ লক্ষের মধ্যে মৃত্যুর পরিসংখ্যান এখনও ভারতে ঊর্ধ্বমূখী। বিশ্বের গড়ের অর্ধেক। ভারতে প্রতি দশ লক্ষে যেখানে ৭২ জনের মৃত্যু হচ্ছে, সেখানে বিশ্বে সেই সংখ্যাটা ১৩১। তাতেই দেশের কোভিডে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন উঠছে। তথ্য নিয়েও বিশ্বাসযোগ্যতার অভাব দেখা দিচ্ছে। সম্প্রতি, আমেরিকার প্রেসিডেন্ট তাঁর দেশের কোভিড পরিস্থিতি ঢাকতে ভারত ও চিনের করোনামৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেছেন, এই দুই দশ প্রকৃত তথ্য গোপন করছে। তাঁর মতে, ভারতে আরও বেশি মানুষ মারা গিয়েছেন। তবে অনেক বিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞও মনে করছেন, ভারতে মৃতের পরিসংখ্যানে জল মেশানো হচ্ছে। দৈনিক হাজার থেকে ২ হাজার মৃত্যু হলেও সংক্রমিতের সংখ্যা ৮০ হাজার থেকে ৯০ হাজারের মধ্যে থেকেছে সেপ্টেম্বর মাসে। দুই সপ্তাহ অন্তর নতুন সংক্রমিতের সংখ্যা বাড়লে সাধারণত মৃত্যুর পরিসংখ্যানে প্রতিফলিত হয়। তবে মৃত্যুর অনুপাত গত তিন মাসে অনেকটাই নিম্নমুখী। বর্তমানে তা ১.৫৬ শতাংশ।
আরও পড়ুন শুধু সেপ্টেম্বরেই সংক্রমিত ২৬ লক্ষ! উদ্বেগ বাড়াচ্ছে দেশের করোনা গ্রাফ
গত বুধবার সায়েন্স পত্রিকায় প্রকাশ সমীক্ষায় দেখা গিয়েছে, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর করোনা পরিস্থিতি থেকে এটা বলা যায় ভারতে মৃত্যুহার অন্য দেশের থেকে কম। দুই রাজ্যের ৮৫ হাজার সংক্রমিতের উপর এই সমীক্ষায় দেখা গিয়েছে, উন্নত দেশগুলির তুলনায় ভারতে প্রবীণ ব্যক্তিদের মৃত্যুহার কম। যেখানে আমেরিকা ও ইউরোপিয়ান দেশগুলিতে ৬০ বা অধিক বয়সের ব্যক্তিদের মৃত্যুহার বেশি দেখা গিয়েছে। ভারতে তা তুলনামূলক অনেক কম। অশোকা বিশ্ববিদ্যালয়ের বায়োলজি ও পদার্থবিদ্যার অধ্যাপক গৌতম মেনন বলেছেন, এই সমীক্ষা যদি সঠিক হয় তাহলে বলতে হবে ভারতীয়দের মধ্যে এই রোগের প্রকৃতি সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য পাওয়া গেছে। তার মানে ভারতে কম মানুষের মৃত্যু হয়েছে তুলনামূলকভাবে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন