বুধবার পাকিস্তান লাহোর এলাকার আকাশপথ অপারেশনাল কারণে আংশিক বন্ধ রাখার কথা জানিয়ে নোটাম (নোটিস টু এয়ারমেন) জারি করেছে।
নোটামে পাইলট ও যাত্রাপথ পরিকল্পনাকারীদের আকাশপথ বা আকাশক্রীড়ার ব্যাপারে বিধিনিষেধের কথা জানানো হয়। তার ভিত্তি থাকে আবহাওয়া, নিরাপত্তা বা অপারেশনাল কারণ।আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত রবিবার ছাড়া প্রতিদিন দিনে আটঘণ্টা করে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আরও পড়ুন, সংবিধানের ৩৭১ নং অনু্চ্ছেদে আছেটা কী?
এয়ার ইন্ডিয়ার এক আধিকারিক বলেছেন, আকাশপথ বন্ধ রাখার এই সিদ্ধান্ত একেবারেই রুটিনমাফিক, এবং এর তেমন কোনও তাৎপর্য নেই। বিশেষ করে বিকল্প পথগুলি এবং করাচির দিকের ব্যস্ততম আকাশপথ খোলাই রয়েছে। সংবাদ সংস্থা পিটিআই এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্রকে উদ্ধৃত করে বলেছেন, একটি আকাশপথ বন্ধ রাখা হয়েছে যার ফলে খুব জোর ১২ মিনিটের ঘুরপথ হবে। এতে খুব কিছু যাবে আসবে না।
এর আগে শেষবার ফেব্রুয়ারি মাসে বালাকোটের হানার পর পাকিস্তান তাদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ফলে সারা পৃথিবী জুড়েই বিমানচালনায় বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়েছিল। বেড়ে গিয়েছিল উড়ানের সময় এবং উড়ানের খরচ বেড়ে গিয়েছিল কয়েকশ কোটি টাকা।
আরও পড়ুন, মর্যাদাহীন জম্মু কাশ্মীর হারাল তাদের নিজস্ব পতাকাও
ভারতের সংসদে জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরদিনই পাকিস্তান আকাশপথ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান বুধবার ঘোষণা করেছে তারা ভারতের হাই কমিশনারকে ফেরত নিয়ে যেতে বলেছে। একই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে তারা ভারতে তাদের হাইকমিশনারকে পাঠাবে না।
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যও বন্ধ করেছে পাকিস্তান। এ ছাড়াও পাকিস্তান দেশের স্বাধীনতা দিবস ১৪ অগাস্টকে কালা দিবস হিসেবেও পালন করবে বলে জানিয়েছে।
Read the Full Story in English