India-Rainfall: জলে থইথই সর্বত্র। মহারাষ্ট্রের থানে এলাকায় গত ১৪ জুলাই এই জমা জলের মধ্যে দিয়েই হেঁটে যাচ্ছে এক বালক। (ছবি- পিটিআই/এক্সপ্রেস)
Rainfall across India and cause: ভারতজুড়ে ব্যাপক বৃষ্টি হচ্ছে। এরাজ্যের দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কথা আলাদা। কিন্তু, বহু জায়গাতেই ব্যাপক বৃষ্টিপাতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। সর্বত্র জলে থইথই করছে। এত বৃষ্টির কারণটা কী, জানতে সকলেই উৎসুক। বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি মরশুমে প্রথমবারের মত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারতের এক বিশাল ভৌগোলিক এলাকায় সক্রিয় হয়ে উঠেছে। আসাম, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, উপকূলীয় মহারাষ্ট্র এবং কর্ণাটক, কেরল, লাক্ষাদ্বীপে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। গত সপ্তাহে দেশের অন্তত ৮০% অঞ্চল থেকে ব্যাপক বৃষ্টিপাতের খবর মিলেছে।
Advertisment
কোন কারণে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে?
জুনের মাঝামাঝি সময়ে কিছুটা থমকে থাকার পর, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু জুনের শেষের দিকে প্রয়োজনীয় গতি পায়। বর্ষা তার স্বাভাবিক সময়সূচির ছয় দিন আগে ২ জুলাই দেশজুড়ে ছড়িয়ে পড়ে। দিল্লি, পঞ্জাব, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, হিমাচলপ্রদেশ, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরে জুলাইয়ের শুরুতে বৃষ্টিপাত হয়। এমাসের শুরু থেকে, একাধিক কারণে অনুকূল আবহাওয়ায় দক্ষিণ ভারত, পূর্ব, উত্তর-পূর্ব এবং মধ্য ভারত অঞ্চলে বর্ষা সক্রিয় বা জোরালো হয়ে ওঠে। এই বর্ধিত বৃষ্টিপাতের পিছনে দুটি কারণ রয়েছে। তার একটি হল, আরব সাগর থেকে আর্দ্রতা-বোঝাই শক্তিশালী পশ্চিমী বাতাসের লাগাতার ঢুকে পড়া। অন্য কারণটি হল মৌসুমি বায়ুর অবস্থান। এই মৌসুমি বায়ুর অক্ষরেখাই বর্ষার মরশুমে পাকিস্তান এবং বঙ্গোপসাগরের মধ্যে বিস্তৃত থেকে বৃষ্টিপাত ঘটায়। যখনই এই মৌসুমি বায়ু দক্ষিণের দিকে অগ্রসর হয়, যেমনটি বর্তমানে হয়েছে, মধ্য, পূর্ব এবং দক্ষিণ ভারতে আরও বৃষ্টিপাত হয়। যখন এই মৌসুমি বায়ু উত্তর দিকে যায়, হিমালয়ের পাদদেশে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকে। তবে, এই সময় ভারতের বাকি অংশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়। এই কারণগুলো ছাড়াও, আরও কিছু কারণে উত্তর ভারতের কিছু অঞ্চল ছাড়া প্রায় গোটা দেশে ব্যাপক বৃষ্টিপাত এবার হয়েছে। সেগুলো হল:
দক্ষিণ গুজরাট এবং উত্তর কেরলের মধ্যে একটি নিম্নচাপ অক্ষরেখা বজায় থাকা।
মধ্য এবং দক্ষিণ ভারতের মধ্যে বাতাসের দ্রুতগতিতে চলাচল।
ওড়িশা উপকূলে নিম্নচাপের সৃষ্টি। এই নিম্নচাপ অক্ষরেখা, ছত্তিশগড় এবং সংলগ্ন বিদর্ভ আর দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশের ওপর দিয়ে চলে গিয়েছে।
Advertisment
বৃষ্টিপাতের অবস্থা কেমন? আবহাওয়া দফতরের বৃষ্টিপাতের পরিসংখ্যান বলছে, সারা ভারতে ৯-১৭ জুলাই ২৪২ মিলিমিটার থেকে ৩০৫.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চলতি মরশুমে দেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক, ৯৭%। তবে, সামগ্রিকভাবে, ১৭টি রাজ্যে এই মরসুমে হয় স্বাভাবিক নতুবা স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। কিন্তু, কয়েকটি রাজ্য যেমন ওড়িশা, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচলপ্রদেশ এবং ঝাড়খণ্ডের সঙ্গে কেরল, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম-সহ কয়েকটি রাজ্য, যেখানে সাধারণত বেশি বৃষ্টিপাত হয়ে থাকে, সেই সব রাজ্যে এই মরশুমে বৃষ্টিপাতের ঘাটতি ঘটেছে। ১৩ জুলাই থেকে, দেশের পশ্চিম উপকূলে বিশেষ করে কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্রের ঘাট এলাকা, উপকূলীয় কর্ণাটক এবং কেরলে ভারী বৃষ্টিপাতের ঘটনা নথিভুক্ত হয়েছে। পাশাপাশি, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গেও ভারী বৃষ্টিপাত হয়েছে।
পূর্বাভাস কী বলছে? দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ ভারত, পূর্ব ভারত এবং হিমালয় সংলগ্ন অঞ্চলের ওপর চলতি সপ্তাহজুড়ে সক্রিয় থাকবে। শুক্রবারের দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নতুন নিম্নচাপ তৈরি হবে। যার স্থলমুখী গতিধারা মৌসুমি বায়ুর গতিবেগকে বাড়িয়ে দেবে। আর, এর প্রভাবে আগামী পাঁচ দিন পূর্ব এবং মধ্য ভারত অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে মৌসুমি বায়ু তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে থাকবে। এমন সম্ভাবনাই বেশি। আর, সেই কারণে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) কচ্ছ, সৌরাষ্ট্র, কোঙ্কন, গোয়া, উপকূলীয় এবং দক্ষিণ ভারতের জন্য একটি 'লাল' সতর্কতা (অর্থাৎ জরুরি পরিস্থিতিতে ব্যবস্থা গ্রহণের সংকেত) জারি করেছে।
Rains Update: আবহাওয়া বিভাগ (IMD) ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।
ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতর জানিয়েছে, কর্ণাটকে খুব ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত (২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার থেকে ২০৪ মিলিমিটার) হতে পারে। গুজরাট, পশ্চিম মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, কোঙ্কন, গোয়া, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় প্রস্তুত থাকার বার্তা দিয়ে 'কমলা' সতর্কতা জারি করা হয়েছে। আর উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, বিদর্ভ, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা মাথায় রেখে 'হলুদ' সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়েছে।
বৃষ্টি বাড়বে হিমালয় সংলগ্ন অঞ্চল এবং উত্তর-পশ্চিম ভারতেও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। রাজস্থান, হরিয়ানা, পঞ্জাব, পশ্চিম উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বৃষ্টিপাত বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নতুন নিম্নচাপ। যার প্রভাবে ওড়িশা, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় বৃষ্টিপাত হবে। সামগ্রিকভাবে, জম্মু ও কাশ্মীর এবং উত্তর ভারতের পার্শ্ববর্তী অঞ্চলগুলো ব্যতীত দেশের প্রায় সমস্ত অঞ্চলে আগামী দশ দিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হবে। তারপরে, আগস্টের শুরুতে দেশের বড় অংশে বৃষ্টিপাত হ্রাস পাবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।