Advertisment

Monsoon Rainfall: আবহাওয়া দফতর বলছে ভালো বৃষ্টি হচ্ছে, আদৌ কি সব জায়গায় ঠিকঠাক বৃষ্টি চলছে?

Rainfall performance: সময়ের আগেই দক্ষিণ ভারতে বর্ষা ঢুকেছিল। মধ্য ভারতে পৌঁছনোর আগেই তা ব্যাপক বৃষ্টিপাত ঘটায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Monsoon, Rainfall, বর্ষাকাল, বৃষ্টিপাত,

wb weather update: আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়।

Overall rainfall performance: চলতি বর্ষার মরশুমে সামগ্রিকভাবে ভালো বৃষ্টিপাত হলেও স্থান এবং সময়ের তারতম্যে বৃষ্টিপাতের বণ্টনে ব্যাপক তারতম্য রয়েছে। ইতিমধ্যে বর্ষার মরশুম প্রায় অর্ধেক শেষ। এখনও পর্যন্ত দেশের ১০ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয়েছে। আবার মধ্যভারত এবং দক্ষিণে এখনও পর্যন্ত স্বাভাবিক বা তার চেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে।

Advertisment

সামগ্রিক বৃষ্টিপাত

জুন মাসে ভালো বর্ষা হয়েছে। সময়ের আগেই দক্ষিণ ভারতে বর্ষা ঢুকেছিল। মধ্য ভারতে পৌঁছনোর আগেই তা ব্যাপক বৃষ্টিপাত ঘটায়। তারপরও, সারা দেশে জুনের বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে ১১% কম ছিল। ২ জুলাই বর্ষা গোটা দেশকে ছেয়ে ফেলার পর বৃষ্টিপাতের তীব্রতা বেড়েছে। বেশিরভাগ অঞ্চলেই জুলাইতে ভালো বৃষ্টি হয়েছে। বিশেষ করে ১৮ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে। এই সময়ে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। পরবর্তীতে মৌসুমি বায়ু সক্রিয় বা জোরালো হয়ে তীব্রতর হয়। ২৩ জুলাই থেকে নিম্নচাপটি দুর্বল হতে শুরু করে। ১৯ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ভারতে ৪১% অতিরিক্ত বৃষ্টিপাত হয়েছে। যা স্বাভাবিক (৫৭.২) মিলিমিটারের চেয়ে বেশি (৮০.৫ মিলিমিটার) ছিল। বৃষ্টিপাত মূলত তামিলনাড়ু বাদে দক্ষিণ ভারত এবং মধ্য ভারতেই হয়েছে।

আরও পড়ুন- ভারতজুড়ে ব্যাপক বর্ষণ, জলে থইথই সর্বত্র, এত বৃষ্টিপাতের কারণটা কী?

অঞ্চল অনুযায়ী বৃষ্টিপাতের কর্মক্ষমতা

ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর তথ্য ডেটা দেখায় যে ১ জুন থেকে ১৯ জুলাইয়ের মধ্যে মহারাষ্ট্র, গুজরাট এবং মধ্যপ্রদেশে স্বাভাবিকের কাছাকাছি বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে, ওড়িশা এবং ছত্তিশগড়ে যথাক্রমে ২৫% এবং ৩৪% বৃষ্টিপাতের ঘাটতি দেখা গিয়েছে। জুলাইয়ের তৃতীয় সপ্তাহ পর্যন্ত, দেশের ১২টি রাজ্য বৃষ্টিপাতের 'ঘাটতি'' "ঘাটতি' ছিল রীতিমতো উল্লেখযোগ্য। পশ্চিম উপকূল এবং মধ্য অঞ্চলে ১৮ জুলাই থেকে ২৪ জুলাইয়ের মধ্যে অবিরাম ভারী বৃষ্টিপাত হওয়ায় পরিস্থিতি বদলে যায়। এই সময়ের মধ্যে, মধ্য ভারতে ১০৭% অতিরিক্ত বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। যা স্বাভাবিক (৬৬.৬ মিলিমিটার)-এর চেয়ে অনেকটাই বেশি, ১৩৭.৮ মিলিমিটার। আর, দক্ষিণ ভারতে স্বাভাবিকের চেয়ে ৯৭% বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণ ভারতে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৪২ মিলিমিটার। সেটাই এবার বেশি (৮২.৬ মিলিমিটার) হয়েছে।

rain rainfall monsoon Heavy Rainfall
Advertisment