Advertisment

Weather search: খামখেয়ালি আবহাওয়া কখন যে কী করবে! সঠিকটা জানতে বিশ্বের বেশিরভাগ মানুষ চোখ রাখছেন এখানেই?

Parts of India: কোথায় গেলে আবহাওয়ার সঠিক পূর্বাভাস জানা যাবে, সেটাই এখন জানতে চান অধিকাংশ নাগরিক।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Weather, Google search, ওয়েদার, গুগল সার্চ,

Weather-Google search: আবহাওয়ার খামখেয়ালিপনায় বিভ্রান্ত জনগণ এখন সঠিক পূর্বাভাস চায়। (ছবি- এক্সপ্রেস/পিটিআই)

Rains lash Gujarat Delhi and other parts of India: গুজরাট, দিল্লি এবং ভারতের অন্যান্য অংশে ব্যাপক বৃষ্টিপাতের জেরে নাজেহাল আমজনতা। এই কারণে এখন গুগল (Google) সার্চে শীর্ষস্থানীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম বিষয়বস্ত হয়ে উঠেছে 'আবহাওয়া'। trends.google-এর মতে, বৃহস্পতিবার গত ৬ ঘণ্টায় ৫ লক্ষবারেরও বেশি গুগল সার্চ হয়েছে আবহাওয়ার ব্যাপারে।

Advertisment

বুধবার, গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের জেলাগুলো যেমন দেবভূমি দ্বারকা, জামনগর, রাজকোট এবং পোরবন্দরে ১২ ঘণ্টার মধ্যে ৫০ মিলিমিটার থেকে ২০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি সন্ধ্যা ৬ টায় শেষ হয়েছে। দেবভূমি দ্বারকার ভানবাদ তালুকে এই সময়ের মধ্যে ১৮৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যা গুজরাট রাজ্যে সর্বোচ্চ।

লাগাতার বৃষ্টি এবং তার জেরে নানা ঘটনায় গুজরাটে নতুন করে আরও ২৫ জন মারা গিয়েছেন। সোমবার থেকে তিন দিনে বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ হয়েছে। বুধবার টানা চতুর্থ দিনের জন্য গুজরাটের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের কারণে প্রায় ১৭,৮০০ লোক বন্যাকবলিত এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।

গুজরাটে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ), সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনী ত্রাণ এবং উদ্ধার অভিযান চালাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ডেকে পরিস্থিতির পর্যালোচনা করতে এবং সংকটে কেন্দ্রের সহায়তা নিশ্চিত করতে বলেছেন।

আরও পড়ুন- আবহাওয়া দফতরের ভবিষ্যদ্বাণী সবসময় মিলছে না, নতুন পরিকল্পনা সরকারের

ভারতের আবহাওয়া বিভাগ (IMD) বৃহস্পতিবার তার সর্বশেষ আবহাওয়ার বুলেটিনে জানিয়েছে যে চলতি সপ্তাহে পশ্চিম ও মধ্য ভারতে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আবহাওয়া দফতর সৌরাষ্ট্র এবং কচ্ছেও বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের ইঙ্গিত ২৯ অগাস্ট দিয়েছে।

আর, আবহাওয়ার এই খামখেয়ালিপনার কারণেই বর্তমানে আরও সঠিক এবং সুনির্দিষ্ট পূর্বাভাসের চাহিদা বেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের জন্য আবহাওয়ার খামখেয়ালিপনা বৃদ্ধি পেয়েছে। যখন তখন সেগুলো দুর্যোগে পরিণত হচ্ছে। ভারতীয় আবহাওয়া দফতরের (আইএমডি) বর্তমান সক্ষমতায় সেই সব খামখেয়ালিপনার সঠিক পূর্বাভাস দেওয়া পুরোপুরি সম্ভব নয়। এই কারণে ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে, সরকার আইএমডি (IMD)-এর বর্তমান সক্ষমতাগুলোর উন্নয়ন ঘটানোর পরিকল্পনা করছে বলেই জানা গিয়েছে।

Weather Office India weather latest news rain weather Weather Report Weather Forecast
Advertisment