Advertisment

Saturn’s rings: ২৫-এ অদৃশ্য হবে' শনির বলয়! ভয়ংকর ঘটনার মুখে বিশ্ব?

Solar System: ২০১৮ সালেই নাসা এই পূর্বাভাস দিয়েছিল। জানিয়েছিল, শনির বলয় সত্যিই থাকবে না। শনির মাধ্যাকর্ষণ এবং চৌম্বক ক্ষেত্রের কারণে বলয় তার চারদিকে ঘোরে।

author-image
IE Bangla Web Desk
New Update
Saturn, Ring, শনি, বলয়,

Saturn-Ring: শনির বলয়। (ছবির সূত্র- নাসা)

Saturn’s rings will ‘disappear’: সৌরজগতে শনির বলয়ের মত দর্শনীয় জায়গা খুব কমই রয়েছে। কিন্তু, ২০২৫-এর মার্চে, এই বলয়গুলো 'অদৃশ্য হয়ে যাবে'। এতে অনেকে ভয়ানক কিছু আশঙ্কা করছেন। কারণ, জ্যোতিষশাস্ত্রের মতে, শনি পাপগ্রহ। তার কোনও হেরফের হওয়া মানে শনি কুপিত হবেন।

Advertisment

অবশ্য সেটা সাময়িকভাবে। কারণ, সবটাই অপটিক্যাল ইলিউশন। যার ফলে, শনির বলয় বা আংটি যে আর থাকবে না, এমনটা নয়। বরং, বলা ভালো পৃথিবী থেকে তা 'অদৃশ্য' দেখাবে। এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। তাঁরা অবশ্য জ্যোতিষশাস্ত্রের মত শনিকে পাপগ্রহ মনে করেন না। বরং, শনির মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে তার চারপাশে যে বলয় ঘুরছে, তা দেখে বিজ্ঞানীরা রীতিমতো চমৎকৃত।

 

শনি হেলে আছে

শনি, ২৬.৭৩ ডিগ্রি কোণে হেলে রয়েছে। সূর্যের একটি কক্ষপথ সম্পূর্ণ করতে শনির প্রায় ২৯.৪ বছর সময় লাগে। এর মানে হল, শনিকালের অর্ধেক বলতে প্রায় ১৫ বছরকে বোঝায়। এই দৈত্যকার গ্রহ সূর্যের দিকে হেলে রয়েছে। এর বলয়ও একই কোণে কাত হয়ে থাকে। গ্রহটি ঘোরার সময় পৃথিবীর কাছাকাছি এলে, শনির বলয়ের অবস্থান পরিবর্তিত হয়।

আরও পড়ুন- মহারাষ্ট্রে গণেশ চতুর্থী উপলক্ষে বিরাট আয়োজন! শুরুটা কে করেছিল জানেন? শুনলে চমকে উঠবেন

প্রতি ১৩ থেকে ১৫ বছর, শনির বলয় যেন একই সারিতে চলে আসে। ২০২৫ সালের মার্চে এটা ঘটবে। শনির বলয় খুবই পাতলা। কিছু জায়গায় মাত্র কয়েক মিটার পুরু। একইসারিতে অবস্থানের জন্য তারা বেশি আলো প্রতিফলিত করতে পারে না। যার ফলে, শনির বলয়কে এই সময় অদৃশ্য দেখাবে। কিন্তু, শনি যেহেতু সূর্যের চারপাশে ঘোরে। ফলে, তার বলয়ের অবস্থানেরও পরিবর্তন ঘটবে। আর, তা সামনে আসবে। ২০২৫ সালের মত শনির বলয় অদৃশ্য হওয়ার ঘটনাটি শেষবার ঘটেছিল ২০০৯ সালে।

 

 

NASA Saturn Optical Illusion Solar eclipse
Advertisment