Advertisment

SC Madrasas: কীভাবে টাকা পায় মাদ্রাসাগুলো? খতিয়ে দেখছে সুপ্রিম কোর্ট

SC Madrasas: মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বিরাট অভিযোগ। গেরুয়া শিবির অভিযোগ করেছে, মাদ্রাসাগুলোতে বিদেশ থেকে অর্থ আসে। মাদ্রাসাগুলোয় ভারতের বিরোধিতা করতে শেখানো হয়।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
SC, Madrasa, সুপ্রিম কোর্ট, মাদ্রাসা

SC-Madrasas: মাদ্রাসা একটি আরবি শব্দ। যার অর্থ শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামের প্রথম শতাব্দীতে, মসজিদগুলো শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হত। কিন্তু, ১০ম শতকের পর থেকে, মাদ্রাসাগুলো ইসলামি বিশ্বে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আলাদা পরিচিতি পায়। (ছবি- টুইটার)

SC Madrasas: ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস (এনসিপিসিআর) সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ করেছে, 'মাদ্রাসায় ইসলামের আধিপত্যের ব্যাপারে শিক্ষা দেওয়া হয়। যুগোপযোগী নানা বিষয় সেখানে শেখানো হয় না। তাই মাদ্রাসার শিক্ষাব্যবস্থা, ভারতীয় শিক্ষার অধিকার আইনের আওতায় পড়ছে না।' এলাহাবাদ হাইকোর্টের ২২ মার্চের একটি নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছে। এনসিপিসিআর সেই মামলায় তাদের মতামত গত ১১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টকে জানিয়েছে। 

Advertisment

ইতিমধ্যেই এলাহাবাদ হাইকোর্ট, 'উত্তরপ্রদেশ বোর্ড অফ মাদ্রাসা শিক্ষা আইন, ২০০৪'-কে অসাংবিধানিক ঘোষণা করেছে। এলাহাবাদ হাইকোর্টের মতে, মাদ্রাসা শিক্ষার অধিকার আইন 'ধর্মনিরপেক্ষতার নীতি' লঙ্ঘন করেছে। সংবিধানের ১৪তম অনুচ্ছেদে বলা আছে, 'ধর্মনিরপেক্ষতার নীতি' একটি মৌলিক অধিকার। সেই কথা মাথায় রেখে বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি সুভাষ বিদ্যার্থীর বেঞ্চ উত্তরপ্রদেশ সরকারকে নির্দেশে জানিয়েছে, মাদ্রাসা শিক্ষার্থীদের অবিলম্বে উত্তরপ্রদেশ সরকারের স্বীকৃত প্রাইমারি, হাইস্কুল এবং ইন্টারমিডিয়েট স্কুলে ভর্তি করাতে হবে।

স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

উত্তরপ্রদেশ সরকার আদালতকে জানিয়েছে, 'এতে কোনও সন্দেহ নেই যে মাদ্রাসা বোর্ড শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা এবং ধর্মীয় দৃষ্টিভঙ্গি দিচ্ছে। তবে, এই ধরনের শিক্ষা সংবিধান সম্মত। রাষ্ট্রই এমন শিক্ষা দেওয়ার অধিকার মাদ্রাসাগুলোকে দিয়েছে।' উত্তরপ্রদেশ সরকারের এই বক্তব্যের প্রেক্ষিতে গত ৫ এপ্রিল, ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয়। সেই মামলাতেই মাদ্রাসা শিক্ষা সম্পর্কে নিজস্ব মতামত জানাল এনসিপিসিআর।

  • ২০১৮-১৯ সাল পর্যন্ত, ভারতে ২৪,০১০টি মাদ্রাসা ছিল। যার মধ্যে ১৯,১৩২টি স্বীকৃত মাদ্রাসা। ৪,৮৭৮টি অস্বীকৃত মাদ্রাসা।
  • দেশের ৬০% মাদ্রাসা ছিল উত্তরপ্রদেশে। যার মধ্যে ১১,৬২১টি স্বীকৃত এবং ২,৯০৭টি অস্বীকৃত মাদ্রাসা। দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক মাদ্রাসা ছিল রাজস্থানে। যার মধ্যে ২,৪৬৪টি স্বীকৃত এবং ২৯টি অস্বীকৃত মাদ্রাসা।
  • তৎকালীন সংখ্যালঘু বিষয়কমন্ত্রী মুখতার আব্বাস নকভি ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি, রাজ্যসভাকে এমনটাই জানিয়েছিলেন।
  • মাদ্রাসায় শিক্ষার্থীরা মৌলভি (দশম শ্রেণির সমতুল্য), আলিম (দ্বাদশ শ্রেণির সমতুল্য), কামিল (স্নাতক ডিগ্রি) এবং ফাজিল (মাস্টার্স) কোর্স পড়ে।

বর্তমানে মাদ্রাসা শিক্ষা কোথায় চালু আছে?
আধুনিক পূর্ব ও উত্তর ইরান, মধ্য এশিয়া এবং আফগানিস্তানের পাশাপাশি খোরাসান এবং ট্রান্সক্সানিয়ায় মাদ্রাসা শিক্ষা চালু আছে। এছাড়াও বাংলাদেশেও চালু আছে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা। এমন বহু বড় আকারের  মাদ্রাসা আছে, যেখানে দরিদ্র পড়ুয়াদের থাকা খাওয়ারও সুবিধা আছে।

আরও পড়ুন- 'প্রসাদম' আমিষ? বিরাট অভিযোগে সংকটে তিরুপতির বালাজি

ভারতে মাদ্রাসার ভাগ
ভারতে দুটি শ্রেণির মাদ্রাসা আছে। এক— মাদ্রাসা দারসে নিজামি। এগুলো দাতব্য সংস্থা হিসেবে পরিচালিত হয়। এগুলো রাজ্যের স্কুলশিক্ষা পাঠ্যক্রম অনুসরণ করতে বাধ্য নয়। দুই- মাদ্রাসা দারসে আলিয়া। এগুলো রাজ্যের মাদ্রাসা শিক্ষা বোর্ডের (যেমন উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড) সঙ্গে যুক্ত। ২০টিরও বেশি রাজ্যের নিজস্ব মাদ্রাসা বোর্ড আছে। রাজ্য মাদ্রাসা বোর্ডগুলি রাজ্য সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্বীকৃত মাদ্রাসায় শিক্ষক এবং অন্যান্য আধিকারিকদের সংশ্লিষ্ট রাজ্যের রাজ্য সরকার নিয়োগ করে।

Education Islam Supreme Court of India Madrasa Students
Advertisment