Advertisment

Han Kang-Nobel Prize: দক্ষিণ কোরিয়া থেকে প্রথমবার সাহিত্যে নোবেল, পুরস্কার পাওয়ার কথা শুনে চমকে গেলেন কাং

Han Kang-Nobel Prize: বাবাও পেশাদার সাহিত্যিক। আন্তর্জাতিক সাহিত্য দুনিয়ায় ২০১৬ থেকেই কাং বেশ পরিচিত নাম। লেখায়, জীবনের নানা দিক ফুটিয়ে তোলেন লেখিকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Han Kang, The Nobel Prize হান কাং, নোবেল পুরস্কার

Han Kang-The Nobel Prize: সাহিত্যে এবছরের নোবেল পেলেন হান কাং। (ছবি- টুইটার)

Han Kang-Nobel Prize: সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ আফ্রিকার লেখিকা হান কাং। তাঁর 'দ্য ভেজেটেরিয়ান' এবং 'হিউম্যান অ্যাক্টস' উপন্যাসের জন্য তিনি পুরস্কৃত হলেন। ইতিহাসের নানা দিক এবং ক্ষণস্থায়ী মানবজীবনকে কাব্যিক গদ্যের মাধ্যমে তিনি তুলে ধরেছেন এইসব উপন্যাসে। আর, তার জন্যই সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সম্পাদক ম্যাটস মালম ৫৩ বছর বয়সি এই লেখিকার নাম নোবেল পুরস্কারপ্রাপক হিসেবে ঘোষণা করেছেন। এ বছর ডিসেম্বরে লেখিকার হাতে ওই পুরস্কার তুলে দেওয়া হবে।

Advertisment

নোবেল কমিটি জানিয়েছে
নোবেল কমিটির তরফে আন্দার্স ওলসন বলেছেন, 'দুর্বলদের, বিশেষ করে মহিলাদের প্রতি তাঁর সহানুভূতি, জীবনের বিভিন্ন দিক তিনি নানা রূপকের মাধ্যমে যেভাবে গদ্যে ফুটিয়ে তুলেছেন, তা অনবদ্য। শরীর-আত্মা, জীবিত এবং মৃতের মধ্যে এক অদ্ভুত সংযোগ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন কাং। পাশাপাশি, কাব্যিক সংমিশ্রণ ঘটিয়ে গদ্যের নবধারারও সূচনা করেছেন।' ম্যাটস মালম বলেছেন, 'ফোনে কাং-কে খবরটা দিয়েছি। ছেলের সঙ্গে তখন সদ্য ডিনার সেরে উঠেছেন। শুনে তো রীতিমতো অবাক হয়ে গেলেন।' 

লেখিকার বৃত্তান্ত

১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার গোয়াংঝু শহরে জন্মেছেন হান কাং। বাবাও পেশাদার সাহিত্যিক। ১৯৯৩ সালে প্রথমবার সাহিত্য পত্রিকায় হান কাংয়ের প্রথম পাঁচটি কবিতার সিরিজ প্রকাশিত হয়েছিল। পরের বছর 'রেড অ্যাঙ্কর' নামে গল্পের জন্য তিনি সাহিত্য প্রতিযোগিতায় জয়ী হন। ১৯৯৫ সালে প্রকাশিত হয়েছিল তাঁর গল্পসমগ্র 'লাভ অফ ইয়োসু'। ২০০৭ সালে তাঁর 'দ্য ভেজিটেরিয়ান' উপন্যাস প্রকাশ পায়। ২০১৫ সালে উপন্যাসটি অনুবাদ করেন ডেবারো স্মিথ। 'দ্য ভেজিটেরিয়ান'ই হান কাংয়ের ইংরেজিতে অনুবাদ হওয়া প্রথম উপন্যাস। এই উপন্যাস তাঁকে আন্তর্জাতিক পরিচিতি দেয়। ২০১৬ সালে ওই উপন্যাসের জন্য তিনি ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পান। আগামী বছর কাংয়ের 'উই ডু নট পার্ট' উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশিত হওয়ার কথা। উপন্যাসটির ফরাসি অনুবাদ গতবছরই 'প্রিক্স মেডিসিস এট্রেঞ্জার' পুরস্কার পেয়েছে। 

আরও পড়ুন- ৩৩.৭ লক্ষ কোটি টাকার শিল্পসাম্রাজ্য, তবুও ধনীর তালিকায় দেখতে চাননি নিজেকে, কত সম্পত্তি রতন টাটার?

সাহিত্যে নোবেলে নারীরা
দক্ষিণ কোরিয়া থেকে এই প্রথমবার কেউ সাহিত্যে নোবেল পেলেন। ২০১২ থেকে একবছর পুরুষ, পরের বছর নারীদের সাহিত্যে নোবেল দেওয়া হচ্ছে। সেই ধারা এবারও বজায় থাকল। এখনও পর্যন্ত ১৮ জন নারী সাহিত্যিক নোবেল পেয়েছেন। 

nobel prize south korea literature Sweedish Nobel Committee
Advertisment