scorecardresearch

Explained: ‘মোদী’ পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যে সাংসদ পদ খুইয়েছেন রাহুল, সত্যি তিনি দোষী?

সুরাটের আদালত দু’বছর কারাদণ্ড দিয়েছে।

Modi Explain

মোদী শব্দটি নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ১৯৫১ সালের ৮(৩) ধারায় লোকসভা থেকে বহিষ্কৃত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর বিরুদ্ধে মানহানির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই বছরের কারাদণ্ড দিয়েছে গুজরাটের সুরাট ম্যাজিস্ট্রেট আদালত। রাহুলের পালটা যুক্তি ছিল, অভিযোগকারী বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদীর তিনি কোনও ব্যক্তিগত ক্ষতি করেননি। আর, তাছাড়া দেশে ‘মোদী’ নামে কোনও নির্দিষ্ট সম্প্রদায়ও নেই।

রাহুল যা বলেছিলেন
২০১৯ সালের ১৩ এপ্রিল, কর্ণাটকের কোলারে এক নির্বাচনী সমাবেশে রাহুল গান্ধী ‘মোদী’ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যটি করেছিলেন। তিনি পলাতক ব্যবসায়ী নীরব মোদী এবং হাওয়ালা কেলেঙ্কারিতে অভিযুক্ত নীরব মোদীর প্রসঙ্গ উল্লেখ করেছিলেন। একইসঙ্গে প্রশ্ন তুলেছিলেন, ‘কেন সব চোরেদের উপাধি মোদী?’ রাহুলের এই মন্তব্যের পর গুজরাটের বিধায়ক পূর্ণেশ মোদী সুরাটের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে ব্যক্তিগতভাবে একটি অভিযোগ দায়ের করেন। তিনি রাহুলের বিরুদ্ধে ‘মোদী’ পদবির সকলকে অপমান করার অভিযোগ জানান।

অভিযোগকারী পূর্ণেশের বক্তব্য
পূর্ণেশ মোদী বলেন, ‘ভারতজুড়ে মোদী উপাধিধারী যে কোনও ব্যক্তি মোদি সমাজ-মোধবণিক সম্প্রদায়ের অন্তর্গত। সমগ্র গুজরাটে তো বটেই, এই সম্প্রদায়ের লোকজন অন্যান্য রাজ্যেও রয়েছে। সেই মোদী পদবিকে অপমান করে অভিযুক্ত (রাহুল গান্ধী) বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, ১৩ কোটি মোদী পদবিধারী মানুষকে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ‘চোর’ বলে অপমান করেছেন।’

আরও পড়ুন- মোদী টাকা দিয়েছে ভেবে, অ্যাকাউন্টের একলক্ষ টাকা খরচ করে শ্রীঘরে গ্রাহক

রাহুলের আইনজীবীর বক্তব্য
রাহুল গান্ধীর আইনজীবী কিরিট পানওয়ালা আদালতে যুক্তি দিয়েছিলেন যে ‘মোদী’ নামে কোনও ‘শনাক্তযোগ্য এবং নির্ধারিত’ সম্প্রদায় নেই। পূর্ণেশ মোদীই কেবল একমাত্র ব্যক্তি যিনি মোধবণিক সম্প্রদায়কে মোদী সম্প্রদায় বলে চালাতে চেয়েছেন। এর (মোদী সম্প্রদায়) কোনও বাস্তব ভিত্তি নেই। তাই ‘মোদী’ সম্প্রদায়ের ১৩ কোটি লোক থাকার কোনও প্রশ্নই নেই। কেবলমাত্র একটি বাক্যকে মানহানিকর হিসেবে ধরে নেওয়া উচিত নয়। তিনি (রাহুল) কোনও সম্প্রদায়কে অপমান করেননি। কারণ, শুধু মোধবণিকই নয়। অন্যান্য সম্প্রদায়ের অনেকেরও পদবি মোদী।’

বাস্তবটা যা
বাস্তবে মোদী পদধি কোনও নির্দিষ্ট সম্প্রদায় বা বর্ণকে নির্দেশ করে না। গুজরাটে মোদি পদবি হিন্দু, মুসলমান এবং পার্সিরা ব্যবহার করেন। বৈষ্ণব (বানিয়া), খারওয়াস (পোরবন্দরের জেলে) এবং লোহানাদের (যারা ব্যবসায়ীদের একটি সম্প্রদায়) মধ্যে মোদী পদবির মানুষ আছেন। তবে, রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগকারী পূর্ণেশ মোদী সুরাটের মোধবণিক সম্প্রদায়ের।

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Bengali App.

Web Title: The origins of modi and its caste links