Advertisment

Explained: ইউক্রেনে হামলা হতেই তেলের দাম আকাশছোঁয়া, ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী?

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল পিছু একশো ডলার ছুঁয়েছে বৃহস্পতিবার।

author-image
IE Bangla Web Desk
New Update
How jump in crude prices will impact Indian economy

যুদ্ধের যাত্রায় আকাশ ফুঁড়ে উঠেছে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল পিছু একশো ডলার ছুঁয়েছে বৃহস্পতিবার। ২০১৪ সালের পর প্রথম বার একশো ছুঁল তেল। ইউক্রেনের ডনবাস অঞ্চলে রুশ সেনা পাঠানোর ঘোষণার পরই এই দাম বৃদ্ধি। এবং সেই সঙ্গে যুদ্ধটা শুরুই হয়ে গিয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভ বিস্ফোরণের শব্দে মুখরিত হয়ে ওঠে, বৃহস্পতিবার পুতিনের ঘোষণার কিছু পরেই।

Advertisment

কেন তেলের দামে লাফ?

ইউক্রেনের সীমানা পেরিয়ে রাশিয়ার প্রবেশের ফলে অনেকেই আশঙ্কা করছে তেল সরবরাহে বিঘ্ন ঘটবে। এটাই তেলের দাম বৃদ্ধির প্রাথমিক কারণ। করোনার আবহে তেলের দাম গত দু'মাস ধরেই বেড়ে চলেছে। উৎপাদন বাড়ানোও হয়েছে দাম সামাল দিতে। কিন্তু যুদ্ধের এই নয়া আবহে তা লাগাম ছাড়া হয়ে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। আরও বাড়বে, মানে আকাশ ফুঁড়ে যাবে। কারণ, রাশিয়া পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদক।

ভারতীয় অর্থনীতিতে এর প্রভাব কী?

ভারতে মুদ্রাস্ফীতির দৌড় চলছে। সারা পৃথিবীতেই এটা চলছে। তেলের দাম বৃদ্ধি যার একটা বড় কারণ। বাজারে নগদ কমিয়ে মুদ্রাস্ফীতি কমানো যায়। কিন্তু কোভিডের ধাক্কায় দেশের অর্থনীতি রুগণ ফলে সুদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মার্চে আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডেরাল রিজার্ভ কিন্তু মুদ্রাস্ফীতি কমানোর লক্ষ্যে সুদ বাড়ানোর রাস্তাতেই হাঁটবে। ভারত যেহেতু সেই পথে হাঁটেনি, তাই তেলের দাম বৃদ্ধি মড়ার উপর খাঁড়ার ঘা হচ্ছে, আরও হবে। ভারত প্রয়োজনের ৮০ শতাংশের বেশি তেল আমদানি করে। আর আমদানির মোট যে হিসেব, তার মধ্যে তেল আমদানি ২৫ শতাংশ। এখন তেলের দাম বাড়লে তার সঙ্গে পাল্লা দিয়ে জিনিসপত্রের দামও বাড়বে, যেমনটা হয়ে থাকে। তা ছাড়া অপরিশোধিত তেলের দামের এই বৃদ্ধির ফলে এলপিজি কেরোসিনের দামকে নিয়ন্ত্রণে রাখতে ভর্তুকির পরিমাণ বাড়তে হবে, ফলে সেই খাতে ঢালতে হবে আরও অর্থ।

আরও পড়ুন Explained: রাশিয়া না ইউক্রেন, সামরিক শক্তিতে কে এগিয়ে?

প্রভাবের আরও বিস্তারিত

অপরিশোধিত তেলের দাম বাড়লে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে যাবে এ দেশে। স্বাভাবিক ভাবেই এটা হবে। করোনার হামলার পর, অপরিশোধিত তেলের দাম তলানিতে নেমে আসে, কিন্তু তখন আমাদের দেশের তেলের দাম কমেনি। কিন্তু ক্রুড অয়েলের দাম বাড়লে, পেট্রোল-ডিজেলের দাম তো বাড়ানো হবেই। যেমনটা দেখা গিয়েছে আগেও, ফলে তত্ত্বটা হল, কমলে কমে না, বাড়লে বাড়ে। যদিও তীব্র চাপের মুখে নভেম্বরে তেলের দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার। তারা পেট্রোলে শুল্ক কমিয়েছিল লিটারে ৫ টাকা এবং ডিজেলে লিটারে ১০ টাকা। বিভিন্ন রাজ্যও তাদের কর কমায় তেলে। পেট্রোল ডিজেলের দাম বর্তমানে ৯৫.৩ টাকা এবং ৮৬.৭ টাকা যথাক্রমে।

আরও পড়ুন Explained: দাবা খেলায় গ্র্যান্ডমাস্টার কাকে বলা হয়?

বিনিয়োগে কী প্রভাব পড়বে ?

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ঢেউ গিয়ে পড়েছে শেয়ার বাজারেও। তার সঙ্গে রয়েছে মার্কিন মুলুকের ফেডেরাল রিজার্ভের সুদ বাড়ানোর সমূহ সম্ভাবনা। বিদেশি মূলধন বেরিয়ে যাচ্ছে বাজার থেকে হু-হু করে। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে শেয়ার বাজার থেকে বেরিয়ে গিয়েছে ৫১ হাজার ৭০৩ কোটি টাকা। ফলে এখন বাজারে বিনিয়োগ না করার কথাই বলছেন ফান্ড ম্যানেজাররা। দীর্ঘমেয়াদি বিনিয়োগের পথে হাঁটার কথাও বলা হচ্ছে। তাঁদের পরামর্শ, ভেবেচিন্তে পা ফেলুন। কোথায় মাইন পাতা আছে কে বলতে পারে!

Ukraine Crisis Russia-Ukraine Conflict
Advertisment