Advertisment

প্লেটলেটের বদলে মুসাম্বির জ্যুস, রক্ত জমাট বেঁধে রোগী মৃত্যুর ঘটনায় পুলিশের জালে ১০ 

প্লেটলেটের বদলে মুসাম্বির জ্যুস দেয়ায় বুধবার বেসরকারি হাসপাতালে ৩২ বছর বয়সী এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Dengue patients,mosambi juice death,Fake blood

শুক্রবার পুলিশ জাল প্লেটলেট বিক্রির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে

উত্তরপ্রদেশের প্রয়াগরাজ জেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রাদুর্ভাবের মধ্যে, শুক্রবার পুলিশ জাল প্লেটলেট বিক্রির অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে । পুলিশ সুপার শৈলেশ কুমার পাণ্ডে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জাল প্লেটলেট সরবরাহকারী ১০ জনকে গ্রেফতার করেছে। পুলিশ তাদের কাছ থেকে বেশ কিছু প্লেটলেট উদ্ধার করেছে। এর আগেও জাল প্লেটলেট কাণ্ডে পুলিশ ১২ জনকে আটক করে।

Advertisment

রোগীকে প্লেটলেটের বদলে মুসাম্বির  জুস দেওয়ার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশ সুপার বলেন, ধৃতদের জিজ্ঞাসাবাদে মুসাম্বির জুসের বিষয়টি এখনও সামনে আসেনি তিনি বলেন, নমুনা ল্যাবে পাঠানো হয়েছে এবং রিপোর্ট আসার পরই বিষয়টি পরিষ্কার হবে।

আরও পড়ুন : < দিওয়ালির আনন্দ পরিণত বিষাদে, ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহ, বুক ফাটা কান্না-হাহাকার! দুর্ঘটনার বলি ১৪ >

উল্লেখ্য, জেলার একটি বেসরকারি হাসপাতালে প্লেটলেটের বদলে ডেঙ্গু রোগীকে মুসাম্বির জুস দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ এর মাত্র কয়েকঘন্টা পরেই রক্ত জমাট বেঁধে মৃত্যু হয় ওই রোগীর। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে, উপ-মুখ্যমন্ত্রী ব্রিজেশ পাঠকের নির্দেশে, হাসপাতালটিকে সিল করে দেওয়া হয়।

uttar pradesh Dengue
Advertisment