তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে ১০ জন ভারতীয় এখন আটকে রয়েছেন, একজন নিখোঁজ। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে – যোগাযোগের চেষ্টা অব্যাহত রয়েছে। তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ভারত থেকে ইতিমধ্যেই উদ্ধারকারী দলের সদস্যরা ইতিমধ্যেই উভয় দেশকে সাহায্য করার জন্য ভূমিকম্প প্রবণ অঞ্চলে পৌঁছেছে।বিদেশ মন্ত্রক জানিয়েছে এখনও পর্যন্ত ১০ জন ভারতীয় তুরস্কে আটকে পড়েছেন। একজন এখনও নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
বিদেশ মন্ত্রকের (এমইএ) সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মা বলেছেন যে নিখোঁজ ভারতীয় নাগরিক তুরস্কে ব্যবসা সংক্রান্ত কাজে গিয়েছিলান। তার সম্পর্কে এখনও পর্যন্ত কোন তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, 'অপারেশন দোস্ত'-এর অধীনে ভারত তুরস্কে আটকে পড়া ভারতের নাগরিকদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রেখে চলেছে। ভার্মা বলেন, গত দুদিন ধরে একজন ভারতীয়কে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা তার পরিবার এবং তার সংস্থার সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।
সঞ্জয় ভার্মা বলেন, ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কাজের সময় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। রাতে তাপমাত্রা শূন্যের নিচে থাকায় সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলের সদস্যদের। একই সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। ভেঙে পড়েছে সেলফোনের টাওয়ার। ফলে মানুষের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে।
সঞ্জয় ভার্মা বলেন, যে আমরা প্রায় ৭৫ জনের কাছ থেকে ফোন কল পেয়েছি, যারা দূতাবাস থেকে সাহায্য চেয়েছিল। আমরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানের জন্য দল পাঠিয়েছি।
আরও পড়ুন: < লোকসভা নির্বাচনের রণকৌশল নির্ধারণের মাঝেই অলিম্পিকের প্রস্তুতিতেও নজর অমিত শাহের >
উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ দল
এনডিআরএফ-এর ডিরেক্টর অতুল কারওয়াল বলেছেন যে ভারত তুরস্কেমোট চারটি বিমান পাঠিয়েছে, দুটিতে এনডিআরএফ-এর বিশেষ দল এবং দুটিতে রয়েছে মেডিকেল টিমের সদস্য ও চিকিৎসা সরঞ্জাম। দলটিতে সাতটি যানবাহন, চারটি স্নিফার ডগ, পাঁচজন মহিলা সহ ১০৭ জন উদ্ধারকারী সদস্য রয়েছেন।আন্তর্জাতিকভাবে প্রথমবারের মত এই ধরনের অপারেশন করা হয়েছে। একটি তৃতীয় দলের প্রয়োজন ছিল, বুধবার বারাণসী থেকে সেই দল তুরস্কে রওনা দিয়েছে। দলটিতে ৫১ জন সদস্য রয়েছেন।