ঘন কুয়াশায় দৃশ্যমানতার অভাব। উত্তরপ্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আরও ১০-১২ জনের মতো গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে মোরাদাবাদ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, একটি যাত্রীবোঝাই বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। এদিন সকালে ঘন কুয়াশার কারণে দুই গাড়ির চালকই সামনে থেকে গাড়ি দেখতে পাননি। যার ফলে মুখোমুখি সংঘর্ষ হয়। অন্তত দশ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। এই দুর্ঘটনার জেরে নিহতের পরিজনদের পাশে দাঁড়িয়েছে উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার।
আরও পড়ুন উদ্ধার চিঠি-ওড়না-খাম, দিল্লি বিস্ফোরণে স্ক্যানারে ইরান-যোগ
জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মানপুর গ্রামের কাছে। দুর্ঘটনাগ্রস্ত বাসের মধ্যে বেশ কয়েকজন যাত্রী আটকে ছিলেন। তাঁদেরকে বের করার জন্য পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগান।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন