মহারাষ্ট্রের নাসিকে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। একটি বাসে আগুন লেগে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বহু মানুষ আহতও হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পুলিশ ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দুর্ঘটনার ফলেই বাসটিতে আগুন ধরে যায়।
ঔরঙ্গাবাদের কাছে দুর্ঘটনা
ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। বাসটি ঔরঙ্গাবাদের কৈলাশ নগর এলাকার কাছে পৌঁছলে আচমকাই বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় যাত্রীরা সকলেই বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন বলেই জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: < গুজরাট নির্বাচনকেই পাখির চোখ করতে চাইছে আপ, আজ থেকে ২ দিনের সফরে রাজ্যে কেজরিওয়াল >
এদিকে ঘটনার পর সময়মতো অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় মরদেহগুলো সিটি বাসেই রাখতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ । তবে কিভাবে বাসটিতে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর
দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে পাঁচ লাখ ক্ষতিপূরণের ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি আহতদের বিনামূল্যে চিকিৎসার কথাও বলা হয়েছে।