গণেশ পুজোর বিসর্জনের সময় ভোপালে নৌকা উল্টে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। শুক্রবার সকালে ভোপালের খালটাপুরায় লোয়ার হ্রদের জল থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ। মধ্যপ্রদেশের জনসংযোগ মন্ত্রী পিসি শর্মা জানিয়েছেন ৬টি দেহের সনাক্তকরণের কাজ সম্পন্ন। উদ্ধার কাজ জারি রয়েছে।
আরও পড়ুন: শর্তসাপেক্ষে ফারুক-ওমরের সঙ্গে সাক্ষাতের অনুমতি আদালতের
গত কয়েকদিন ধরেই গণেশ পুজোর আনন্দে মেতে ছিল দেশ। ভোপালও তার ব্যতিক্রম নয়। সেখানেও সাড়ম্বরে গণেশ চতুর্থী পালন করা হয়। জানা গিয়েছে, দুটি নৌকা একসঙ্গে করে চলছিল গণেশ মূর্তি বিসর্জনের কাজ। জলের পার থেকে অনেকটা গিয়ে তা উল্টে যায়। ওই হ্রদে বিশাল বিশাল গণেশ মূর্তি বিসর্জন করা হচ্ছিল। ছিল ক্রেনও। দুর্ঘটাগ্রস্ত নৌকাতে ২০ জনের উপর মানুষ ছিল বলে জানা গিয়েছে। অতিরিক্ত ভার সহ্য করতে না পেরেই নৌকা ডুবে যায় বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।
Read the full story in English