চলছিল মহারাষ্ট্র সরকারের ভূষণ পুরস্কার অনুষ্ঠান! অনুষ্ঠান উপলক্ষে হাজির কাতারে কাতারে উৎসাহী মানুষ। এর মাঝেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। প্রবল গরমে অসুস্থ হয়ে মৃত্যু হল কমপক্ষে ১১ জনের। হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন। জানা গিয়েছে, প্রবল গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে ওই ১১ জনের। এদিনের এই সরকারি পুরস্কার অনুষ্ঠান বিতরণী অনুষ্ঠান উপলক্ষে হাজির ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সহ মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিরা।
জানা গিয়েছে, নাভি মুম্বইয়ের একটি মাঠে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে বিপুল সংখ্যক মানুষের জমায়েত হয়। তীব্র গরম আর ভিড়ের মাঝেই অসুস্থ হয়ে পড়েন কমপক্ষে শতাধিক মানুষ। মৃত্যু হয়েছে ১১ জনের। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন- তীব্র দাবদাহে নাকাল দশা! তাপপ্রবাহে জেরবার শহর থেকে জেলা, মুক্তি কবে?
সকাল ১১ টা থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। এই মুহূর্তে তীব্র গরমে নাকাল দশা মহারাষ্ট্রের একটি বড়ং অংশেও। এদিন প্রবল গরম উপেক্ষা করে সরকারি অনুষ্ঠানের আয়োজন করাতেই ঘটে গিয়েছে এত বড় বিপদ এমনটাই জানিয়েছেন চিকিৎসকদের একাংশ।
ঘটনার পর এমজিএম হাসপাতালে পৌঁছে ভর্তি থাকা রোগীদের সঙ্গে দেখা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। এরই পাশাপাশি গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন- ফের ট্রেন বন্ধ শিয়ালদহ ডিভিশনে! আজ ও কাল এই রুটে চলবে না ট্রেন
বিজেপির তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ১০ লক্ষেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। প্রায় ৩০০ জন ডিহাইড্রেশন, উচ্চ রক্তচাপ সহ অন্য রোগে আক্রান্ত ছিলেন। প্রবল গরমে এঁদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে।