Trump to India on USAID $18 Million: 'নির্বাচনে ভারতকে ১৮০ কোটির সাহায্য'! ট্রাম্পের 'বিস্ফোরক' অভিযোগে তোলপাড়

Trump to India on USAID $18 Million: আবারও ইউএস এআইডিকে নিশানা! নির্বাচনে সাহায্যের জন্য ভারতকে ১৮ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার বিস্ফোরক অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের।

author-image
IE Bangla Web Desk
New Update
Trump to India on USAID

ইউএস এইড বিতর্ক নিয়ে ফের একবার মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প Photograph: (ফাইল চিত্র)

Trump to India on USAID $18 Million: ইউএস এইড বিতর্ক নিয়ে ফের একবার মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। আগের বাইডেন প্রশাসনকে নিশানা করে ভারতকে নির্বাচনে সাহায্য করার জন্য ১৮ মিলিয়ন মার্কিন ডলার সাহায্যের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

Advertisment

আবারও ইউএস এআইডিকে নিশানা! নির্বাচনে সাহায্যের জন্য ভারতকে ১৮ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার বিস্ফোরক অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের।  মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ভারতকে নির্বাচনে সাহায্য করার জন্য ১৮ মিলিয়ন ডলার! কেন আমরা নির্বাচনের জন্য ভারতকে টাকা দিচ্ছি। তাদের অর্থের প্রয়োজন নেই'।  

শনিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) বক্তৃতায় ট্রাম্প এই মন্তব্য করেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যে ভারতের কোনও অর্থের প্রয়োজন নেই। এর ঠিক একদিন আগেই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক বক্তৃতায় বলেন, দেশের ক্ষমতাসীন সরকার হিসেবে আমরা বিষয়টি খতিয়ে দেখছি। সত্য ঘটনা প্রকাশ্যে আসবেই।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ববর্তী বাইডেন প্রশাসনের সমালোচনা করে বলেছেন যে, তারা ভারতকে তাদের নির্বাচনে সাহায্য করার জন্য ১৮ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে, যদিও তাদের সেই অর্থের প্রয়োজন ছিল না।

Advertisment

শনিবার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) তার বক্তৃতায় ট্রাম্প এই মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট এর আগেও বেশ কয়েকবার দাবি করেছেন যে নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে ভারতকে ২১ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য প্রদান করে ইউএস এইড। এর জন্য তিনি মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) কে টার্গেট করেন। 

অত্যন্ত সঙ্কটজনক পোপ ফ্রান্সিস, বিশ্বজুড়ে প্রার্থনা!

এদিকে ট্রাম্পের এই দাবি ভারতে বিতর্কের সৃষ্টি করেছে। ট্রাম্প তার বক্তৃতায় ভারতের বিরুদ্ধে আমেরিকার থেকে অতিরিক্ত সুবিধা নেওয়ার অভিযোগও করেন। তিনি বলেন, ভারতকে তাদের নির্বাচনের জন্য ১৮ মিলিয়ন মার্কিন ডলার দেওয়া হয়েছে। কেন? ভারত আমাদের থেকে অনেক সুযোগ নেয়। ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্কযুক্ত দেশগুলির মধ্যে একটি। মার্কিন পণ্যের উপর ২০০ শতাংশ কর আরোপ করে এবং তারপরও আমরা ভারতকে নির্বাচনে  সাহায্য করার জন্য প্রচুর অর্থ দিচ্ছি।

বাংলাদেশকে ২৯ মিলিয়ন ডলার অনুদান দেওয়ার বিষয়েও  ট্রাম্প ইউএসএআইডির সমালোচনা করেন। ট্রাম্পের এই দাবি সম্পর্কে সরকার জানিয়েছে যে তারা তদন্ত করছে। ট্রাম্পের এই দাবি নিয়ে কংগ্রেস মোদী সরকারকে নিশানা করছে।

Donald Trump