Pope Francis: অত্যন্ত সঙ্কটজনক পোপ ফ্রান্সিস, বিশ্বজুড়ে প্রার্থনা!

Pope Francis Health News Update in Bengali: ১৪ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হচ্ছে। ভ্যাটিকান তাঁর শারীরিক অবস্থাকে "গুরুতর" বলে বর্ণনা করেছে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
pope francis, pope francis health, pope francis sick, pope, pope sick, pope latest news, todays news, india news, Gemelli hospital, rome, vatican, vatican news"

গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস

Pope Francis Health News Update in Bengali: গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস। কিডনি বিকল হওয়ার আশঙ্কা। বিশ্বজুড়ে মানুষ পোপ ফ্রান্সিসের দ্রুত সুস্থতা কামনা করছেন।

Advertisment

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের অবস্থা সঙ্কটজনক হলেও তিনি সচেতন। ভ্যাটিকান জানিয়েছে যে শ্বাস কষ্টের সমস্যা রয়েছে। আপাতত তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। প্লেটলেটের সংখ্যা কম থাকায় তাকে বেশ কয়েক ইউনিট রক্ত দিতে হয়েছে। রবিবার ভ্যাটিকান জানিয়েছে, যে পোপের শারীরিক অবস্থা এখনও সংকটজনক।

শনিবার ভ্যাটিকান প্রথমে পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থাকে অত্যন্ত সঙ্কটজনক বলে উল্লেখ করে জানিয়েছে তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। রবিবার ভ্যাটিকানে তার দ্রুত আরোগ্য কামনা করে প্রার্থনা করা হয়। বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন পোপ ফ্রান্সিস। পরে শারীরিক অবস্থার আরও অবনতি হলে ১৪ ফেব্রুয়ারি তাঁকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে।

ইউনূসের চোখ রাঙানি উপেক্ষা করেও প্রেমে অবিচল, ভালবাসার টানে সীমান্ত পেরিয়ে ভারতে বাংলাদেশি তরুণী

Advertisment

গুরুতর অসুস্থ পোপ ফ্রান্সিস। হাসপাতাল সূত্রে খবর হাসপাতালে ভর্তির পর পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। এদিকে হাসপাতালে ভর্তির পর এই প্রথম একটি এক্স পোস্টে পোপ ফ্রান্সিস সারা বিশ্বের কোটি কোটি মানুষকে তাঁর সুস্থতার প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। পোপ ফ্রান্সিসের অবস্থা এখনও আশঙ্কাজনক। বর্তমানে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি থেকে হাসপাতালে ভর্তি পোপ ফ্রান্সিসের স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হচ্ছে। ভ্যাটিকান তার অবস্থাকে "গুরুতর" বলে বর্ণনা করেছে। ৮৮ বছর বয়সী পোপের ফুসফুসের রোগের ইতিহাস রয়েছে। শ্বাসকষ্টের সমস্যা দেখা দিলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর পোপের উভয় ফুসফুসে নিউমোনিয়া ধরা পড়ে। বর্তমানে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। রক্তে প্লেটলেটের সংখ্যা কম থাকায় তাকে বেশ কয়েক ইউনিট রক্ত দিতে হয়।

পাশ করেও মিলছে না সার্টিফিকেট, স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উদাসীনতার মাশুল গুণছেন পড়ুয়ারা

 পোপ ফ্রান্সিস সোশ্যাল সাইট X-এ পোস্ট করে বলেছেন, "সম্প্রতি আমি অনেক স্নেহের বার্তা পেয়েছি এবং শিশুদের চিঠি এবং আঁকা ছবিগুলি আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। বিশ্বজুড়ে আমি সকলের থেকে যে প্রার্থনা পেয়েছি তার জন্য ধন্যবাদ।”

Pope Francis