Advertisment

২৪ ঘন্টার মধ্যে ২ নাবালিকাকে ধর্ষণ, তোলপাড় ফেলা অভিযোগ যোগীরাজ্যে

Minor schoolgirls raped: ২৪ ঘণ্টার মধ্যে ২ নাবালিকাকে ধর্ষণ। যোগীরাজ্যে হাড়হিম ঘটনা। দুই ক্ষেত্রেই অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। তবে প্রথম ঘটনায় আত্মঘাতী হয়েছে নির্যাতিতা।

author-image
IE Bangla Web Desk
New Update
stop rape

২৪ ঘণ্টার মধ্যে ২ নাবালিকাকে ধর্ষণ। যোগীরাজ্যে হাড়হিম ঘটনা।

 

Advertisment

Minor schoolgirls raped: ২৪ ঘণ্টার মধ্যে ২ নাবালিকাকে ধর্ষণ। যোগীরাজ্যে হাড়হিম ঘটনা। সোমবার বেরেলি জেলায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে তার দুই সহপাঠী ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় পঞ্চায়েত পুলিশের এই ঘটনায় এফআইআর না করার ফতেয়া জারি করে। এরপরদিন বেরেলির ১৩ বছর বয়সী নাবালিকা নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় ওই নাবালিকার।  পুলিশ জানিয়েছে মৃতা ওই নাবালিকা নবম শ্রেণির ছাত্রী ছিল। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে মেয়েটির ২ সহপাঠী এই নারকীয় কাণ্ড ঘটনায়। বাড়িতে বাবা-মা না থাকার সুযোগ নিয়ে তারা মেয়েটিকে নির্জন  স্থানে নিয়ে যায় সেখানেই তার উপর চলে নারকীয় অত্যাচার। এরপরই সোমবার সন্ধ্যায় গ্রামে একটি পঞ্চায়েত অনুষ্ঠিত হয়েছিল যেখানে মেয়েটির বাবাকে পঞ্চায়েতের তরফে পুলিশে ধর্ষণের অভিযোগ না জানাতে বাধ্য করা হয়। এরপর দিন ওই নাবালিকা নিজের বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ভারতে উদ্ধার হাসিনা ঘনিষ্ঠ নেতার পচাগলা দেহ, চূড়ান্ত চাঞ্চল্য

মেয়েটির বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে। বাকী একজনের খোঁজে  তল্লাশি চালাচ্ছে পুলিশ। অপর একটি ঘটনায় আগ্রায়  আট বছর বয়সী শিশুকন্যাকে বাড়ির ছাদে নিয়ে গিয়ে মঙ্গলবার ধর্ষণ করে বছর ১৯-এর এক কিশোর। অভিযোগ এই ঘটনার কথা কাউকে জানালে শিশু ও তার মাকে হত্যার হুমকিও দেয় ওই কিশোর। বুধবার তাকে গ্রেফতার করা হয়।

Gang Rape uttar pradesh
Advertisment