Advertisment

ভারতে উদ্ধার হাসিনা ঘনিষ্ঠ নেতার পচাগলা দেহ, চূড়ান্ত চাঞ্চল্য

Awami League leader death: আওয়ামী লীগ নেতার পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল চূড়ান্ত চাঞ্চল্য। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। যদিও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Sheikh Hasina, Sheikh Hasina exit, Sheikh Hasina London plans, Bangladesh Prime Minister Sheikh Hasina, Sheikh Hasina landed in India, sheikh Hasina travel plan, Indian express news

মেঘালয়ে উদ্ধার শেখ হাসিনার দলের নেতার পচাগলা মৃতদেহ।

Dead body of Awami League leader: মেঘালয়ে উদ্ধার শেখ হাসিনার দলের নেতার পচাগলা মৃতদেহ। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

Advertisment

আওয়ামী লীগ নেতার পচাগলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়াল চূড়ান্ত চাঞ্চল্য। পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। যদিও মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।

২৬ আগস্ট সন্ধ্যায়, মেঘালয় পুলিশ বাংলাদেশের সীমান্তবর্তী জয়ন্তিয়া জেলায় একটি সুপারি বাগান আওয়ামী লিগ নেতার পচা গলা দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত ইসহাক আলী খান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নেতা। পুলিশ জানিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। পাসপোর্ট দেখে নিহতের পরিচয় পাওয়া গেছে।

সূত্রের খবর মৃত ওই আওয়ামী লিগ নেতা বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ছিলেন। শেখ হাসিনার সরকার উৎখাতের পর ৫ আগস্ট থেকে তিনি পলাতক ছিলেন। এসপি গিরি জানান, পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন - [ নাগারে বৃষ্টিপাত, মোদী রাজ্যে মৃত ৩৫ ] 

 

Bangladesh India Sheikh Hasina
Advertisment