মহাকাশ নিয়ে গবেষণায় অবদান রাখায় চলতি বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন তিনজন বিজ্ঞানী। মহাকাশের বিবর্তন নিয়ে গবেষণায় করে বিজ্ঞানের সর্বোচ্চ সম্মান পাচ্ছেন জেমস পিবলস, মাইকেল মেয়র এবং দিদিয়ের কুলোজ।
এদের মধ্যে জেমস পিবলিসকে সম্মানিত করা হচ্ছে ফিজিকাল কসমোলজিতে তাঁর অবদানের জন্য। মাইকেল মেয়র এবং দিদিয়ের কুলোজ নোবেল পাচ্ছেন সূর্যের মতো নক্ষত্রকে পরিভ্রমণরত এক্সোপ্লানেটের আবিষ্কারের জন্য।
আরও পড়ুন, চিকিৎসা বিজ্ঞানে এবারে নোবেল বিজয়ী কেলিন, রাটক্লিফ এবং সেমেনজা
প্রতি বছর বিজ্ঞান, সাহিত্য ও শান্তি এবং অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার এই তিন বিজ্ঞানীর নাম ঘোষণা করে।
নোবেল পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার ভাগ করে নেবেন জেমস পিবলস,মাইকেল মেয়র এবং দিদিয়ের কুলোজ। আগামী ১০ ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, এক দিন আগেই নোবেল কমিটি ঘোষণা করেছে ২০১৯-এর চিকিৎসা বিজ্ঞানে নোবেল প্রাপকদের নাম।
Read the full story in English