বেসরকারি ট্রেন চালাতে আগ্রহী সিমেন্স-সহ ২৩ সংস্থা

বেসরকারি সংস্থাকে দিয়ে যাত্রীবাহী ট্রেন চালাতে চায় ভারতীয় রেল। ১০৯টি রুটে ১৫১টি ট্রেন চালানোর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চায় রেল।

বেসরকারি সংস্থাকে দিয়ে যাত্রীবাহী ট্রেন চালাতে চায় ভারতীয় রেল। ১০৯টি রুটে ১৫১টি ট্রেন চালানোর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চায় রেল।

author-image
IE Bangla Web Desk
New Update
প্রণব স্থিতিশীল॥রণক্ষেত্র বেঙ্গালুরু॥ভারত-নেপাল বৈঠক॥ সংজ্ঞায়িত অসমীয়ারা

প্রতীকী ছবি।

দেশে বেসরকারি ট্রেন চালাতে আগ্রহ দেখাল সিমেন্স, আলস্টম, জিএমআর-এর মতো ২৩টি শীর্ষ সংস্থা। বেসরকারি ভাবে ট্রেন চালানোর ব্য়াপারে বুধবার প্রি-অ্য়াপ্লিকেশন কনফারেন্সে যোগ দেন ওই সংস্থার আধিকারিকরা। উল্লেখ্য়, প্রথম বৈঠকে ১৬টি সংস্থা অংশ নিয়েছিল। বুধবারের বৈঠকে যোগ দিয়েছিল বিইএমএল, আইআরসিটিসি, বিএইচইএল, সিএএফ, মেধা গ্রুপ, স্টারলাইট, ভারত ফোর্জ, জেকেবি ইনফ্রাস্ট্রাকচার, টিটাগড় ওয়াগনস লিমিটেডের মতো সংস্থা।

Advertisment

প্রসঙ্গত, বেসরকারি সংস্থাকে দিয়ে যাত্রীবাহী ট্রেন চালাতে চায় ভারতীয় রেল। ১০৯টি রুটে ১৫১টি ট্রেন চালানোর দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিতে চায় রেল। এরফলে প্রায় ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।পাটনা, সেকেন্দ্রাবাদ, বেঙ্গালুরু, জয়পুর, প্রয়াগরাজ, হাওড়া, চেন্নাই, চণ্ডীগড়, দিল্লি, মুম্বইয়ের মতো শহরকে ভিত্তি করে ১২টি ক্লাস্টারে ভাগ করা হয়েছে ট্রেনের রুট।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য় বন্ধ সমস্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা

চলতি অর্থবর্ষের শেষে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা যাচ্ছে। এরপর প্রথম ধাপে ২০২২-২৩ সালে ১২টি ট্রেন চালানো হবে। তারপর ২০২৩-২৪ সালে ৪৫টি ট্রেন ও ২০২৬-২৭ সালে বাকি ৪৪টি ট্রেন চালানো হবে।

Advertisment

রেলের তরফে আগে জানানো হয়েছে, এই পরিষেবায় ট্রেনের রক্ষণাবেক্ষণ করবে বেসরকারি সংস্থাই। যাত্রীবাহী ট্রেন পরিষেবার মান ভাল না হলে সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে শাস্তিমূলক ব্য়বস্থাও নেওয়া হবে বলে জানানো হয়েছে। রেলওয়ে বোর্ডের চেয়ারম্য়ান জানান, ট্রেন পরিষেবায় আরও উন্নতমানের প্রযুক্তিকে কাজে লাগাতে ও যাতায়াতের সময় বাঁচাতে বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

indian railway