আরও বাড়ল দৈশের দৈনিক সংক্রমণ। অস্বস্তি বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় ঊর্ধ্বমুখী মৃত্যুও। দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে। তবে চিন্তার কেন্দ্রে রাজধানী দিল্লি। বুধবার দিল্লিতে নতুন করে হাজারেরও বেশি করোনা আক্রান্তের হদিশ মেলে। সংক্রমণে লাগাম পরাতে দিল্লিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মাস্ক না পরলে এবার জরিমানা আদায় শুরু প্রশাসনের।
ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৮০ জন। গতকালের চেয়ে যা বেশ খানিকটা বেশি। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৬ জনের। দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।
এই মুহূর্তে দেশের মধ্যে করোনা সবচেয়ে বেশি উদ্বেগ বাড়িয়েছে রাজধানী দিল্লিতে। বুধবার দিল্লিতে হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে দিল্লিতে করোনা পজিটিভিটি রেট ৫.৭০ শতাংশ। বেড়ে চলা এই সংক্রমণে লাগাম পরাতে সচেষ্ট দিল্লির সরকার।
আরও পড়ুন- দিল্লিতে রাত পেরোতেই করোনা লাফিয়ে দ্বিগুণ, মৃত্যুও হয়েছে একজনের, চিন্তায় স্বাস্থ্যকর্তারা
বুধবার দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজাল, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিশোদিয়া, রাজস্ব মন্ত্রী কৈলাশ গেহলট এবং স্বাস্থ্য দফতরের কর্তারা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকেই রাজধানীতে ফের মাস্ক পড়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করছে প্রশাসন। চলতি সপ্তাহের শুরুতেই উত্তরপ্রদেশ এবং হরিয়ানা সরকার দিল্লি লাগোয়া এলাকাগুলিতে মাস্ক বাধ্যতামূলক করেছে। যদিও দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (DDMA) এখনও স্কুলগুলি চালিয়ে যাওয়ার পক্ষেই রয়েছে। জানা গিয়েছে, স্কুলগুলির জন্য শীঘ্রই নয়া একটি পরিকল্পনা কার্যকর করার চেষ্টা হবে। সব মিলিয়ে ফের একবার স্বাভাবিক ছন্দে ফেরার পথে উদ্বেগ বাড়াচ্ছে করোনা।
Read story in English