scorecardresearch

দিল্লিতে রাত পেরোতেই করোনা লাফিয়ে দ্বিগুণ, মৃত্যুও হয়েছে একজনের, চিন্তায় স্বাস্থ্যকর্তারা

বিনা মাস্কে ঘোরাঘুরি করলে জরিমানার নির্দেশ জারি করা হয়েছে।

west bengal todays corona updates 13 july 2022
উৎসব আবহে ফিরছে চেনা আতঙ্ক

বুধবার দিল্লিতে নতুন করোনা আক্রান্তর সংখ্যা হাজার ছাড়াল। রাজধানী শহরে সক্রিয় করোনা করোনা আক্রান্তর সংখ্যা বেড়ে হল ২,৬৪১। তবে, এসবও নয়। ভয়ের কারণ হল, এবার দিল্লিতেও গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এর আগে মুম্বইয়ে সাম্প্রতিক করোনা সংক্রমণে তিন জনের মৃত্যু হয়েছে। তবে, সুস্থতার সংখ্যাও যথেষ্ট। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে ৩১৪ জন করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন।

গত কয়েকদিন ধরে রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মঙ্গলবারই ৬৩২টি নতুন করোনা কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। সোমবার সংখ্যাটি ৫০১। সেই সংখ্যাটাই একদিন পর হাজার ছাড়িয়ে গেল। স্বভাবতই উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক। প্রতিদিন এইভাবে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে, দিল্লি বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জনবহুল স্থানে মাস্ক বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। মাস্ক না-পরে কোভিডবিধি লঙ্ঘনের প্রেক্ষিতে ৫০০ টাকা জরিমানা করারও সিদ্ধান্ত পুনরায় নিয়েছে।


শুধু দিল্লিই না। আরও তিন রাজ্যেও জারি করা হয়েছে করোনা সতর্কতা। সেখানেও জনবহুল স্থানে বিনা মাস্কে ঘোরাঘুরি করলে জরিমানার নির্দেশ জারি করা হয়েছে। স্বাস্থ্যকর্তাদের আশঙ্কা সেই সব লোকজনকে নিয়ে, যাঁরা নানা কারণ দেখিয়ে এখনও পর্যন্ত করোনার টিকা নেননি। করোনা সংক্রমণ তাঁদের মধ্যে গভীর প্রভাব ফেলতে পারে বলেই স্বাস্থ্যকর্তারা মনে করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই জানিয়ে দিয়েছিল, করোনা এখনও যায়নি। নতুন রূপে ফিরে আসতে পারে। সেই সতর্কবাণী যেন অক্ষরে অক্ষরে সত্য হয়ে উঠেছে বলেই বিশেষজ্ঞদের মত।

আরও পড়ুন- ‘লাভ জিহাদ’ মানতে অ্যালার্জি সিপিএমের, অভিযোগ তোলায় প্রাক্তন বিধায়ককে প্রকাশ্যে তিরস্কার

ইতিমধ্যেই দেশের অসংখ্য নাগরিক করোনার দুটো ডোজই পেয়ে গিয়েছেন। অনেকে আবার তৃতীয় ডোজও পেয়েছেন। তাঁদের ক্ষেত্রে, বিশেষ করে যাঁরা তৃতীয় ডোজ পেয়েছেন, সেই সব ব্যক্তিদের সংক্রমণ রোখার ক্ষমতা বেড়ে গিয়েছে। তাঁরা সংক্রমিত হলেও বড় কোনও সমস্যায় পড়বে না-বলেই মনে করছেন স্বাস্থ্যকর্তারা। ধাপে ধাপে নাবালকদের টিকাকরণও দ্রুতগতিতে চলছে। বহু নাবালক ইতিমধ্যেই করোনার দুটো ডোজই পেয়ে গিয়েছে। সবচেয়ে বড় কথা, কিশোরদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা অনেক বেশি। তার ফলে চিন্তা কম বলেই স্বাস্থ্যকর্তারা মনে করছেন।

Read story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Delhi logs over one thousand covid cases