Tahawwur Rana's Extradition : মার্কিন সুপ্রিম কোর্টে ধোপে টিকল না আবেদন, কবে তাহা‌উর রানাকে ভারতের হাতে প্রত্যর্পণ?

Tahawwur Rana's Extradition : ২৬/১১-এর মাস্টারমাইন্ড তাহা‌উর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার পথ পরিষ্কার, মার্কিন সুপ্রিম কোর্টে প্রত্যর্পণ স্থগিতের আর্জি খারিজ।

author-image
IE Bangla Web Desk
New Update
26/11 Accused Tahawwur Rana

২৬/১১-এর মাস্টারমাইন্ড তাহা‌উর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার পথ পরিষ্কার Photograph: (ফাইল চিত্র)

Tahawwur Rana's Extradition : ২৬/১১-এর মাস্টারমাইন্ড তাহা‌উর রানাকে ভারতের হাতে তুলে দেওয়ার পথ পরিষ্কার, মার্কিন সুপ্রিম কোর্টে প্রত্যর্পণ স্থগিতের আর্জি খারিজ। 

Advertisment

ভারতে প্রত্যর্পণের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আমেরিকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২৬/১১ মুম্বই হামলায় অন্যতম চক্রী তাহা‌উর রানা। তার সেই আবেদন এবার খারিজ করল মার্কিন সুপ্রিম কোর্ট। রানা যুক্তি দিয়েছিলেন যে পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম হওয়ায় ভারতে তাকে নির্যাতনের শিকার হতে হবে। কিন্তু রানার সেই যুক্তি আদতে টিকল না। 

মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার মূল অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে আনার পথ প্রায় পরিষ্কার। শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট রানার ভারতে প্রত্যর্পণ বন্ধের উপর দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে ঘোষণা করেন যে তার প্রশাসন মুম্বই হামলার অন্যতম এই চক্রীকে ভারতে প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে। এবার রানার আবেদন মার্কিন সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ায় ভারতে তার প্রত্যার্পন স্রেফ সময়ের অপেক্ষা।  

সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদনে রানা "গুরুতর শারীরিক অবস্থার" কথা উল্লেখ করে বলেন, যে ভারতীয় জেলে তাকে বন্দী করা হলে সেখানে তার প্রাণ সংশয় হয়ে পারে। তিনি ২০২৪ সালের জুলাইয়ে একটি মেডিকেল রিপোর্ট জমা দেন, যেখানে তার বেশ কিছু গুরুতর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করা হয়েছে। 

Advertisment

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে যখন সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন। এই সময়ে, ট্রাম্প ঘোষণা করেছিলেন রানাকে ভারতে প্রত্যর্পণ করা হবে যাতে তিনি ২৬/১১ মুম্বই সন্ত্রাসবাদী হামলায় তার ভূমিকার জন্য ভারতের বিচার বিভাগের মুখোমুখি হতে পারেন।

রানা কেবল পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং হরকাত-উল-জিহাদ-ই-ইসলামিকে মুম্বই হামলায় সাহায্য'ই করেন নি, বরং তিনি ছিলেন পুরো পরিকল্পনার অংশ ছিল। এই ভয়াবহ জঙ্গি হামলায় প্রায় ১৭৯ জন নিহত হন।

আন্দোলনের ঝাঁঝে তপ্ত যাদবপুর, ফের ডেডলাইন পড়ুয়াদের, আলোচনায় না বসলে শাটডাউনের হুঁশিয়ারি

26/11 Mumbai attack