West Bengal News Highlights: উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট কবে? জানিয়ে দিল সংসদ

West Bengal News Highlights Today 7 Mar, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
আজ থেকে শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা

News in Bengal Live: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Latest West Bengal News Highlights:এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউটের দিন ঘোষণা করে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর ৭ দিনের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে বলে জানিয়েছেন তিনি। সংসদ সভাপতি আরও জানিয়েছেন, গোটা প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে হওয়ার জেরেই পরীক্ষার ফল প্রকাশের সময় আরও কমে এসেছে।

Advertisment

কলকাতা হাইকোর্টে বেনজির ছবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গন্ডগোলের ঘটনা নিয়ে সওয়াল-জবাবে নজিরবিহীন ঘটনার সাক্ষী উচ্চ আদালত। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যাওয়াকে কেন্দ্র করে তুমুল হট্টগোল ছড়ায়। সেই গন্ডগোলের বিষয়টিতে পুলিশকেই দায়ী করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতির সেই ধারণার প্রতিবাদ জানিয়ে সোচ্চার বর্ষীয়ান আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়েই বিচারপতি ঘোষের সঙ্গে রীতিমতো বাদানুবাদ শুরু হয়ে যায় সাসংদ-আইনজীবীর। তারপরেই ভরা আদালত কক্ষে দাঁড়িয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, "মাফ করুন! এই কোর্টে আর মামলা করব না।"

প্রাথমিকে নিয়োগ দুর্নীাতির মামলায় তৃতীয় অতিরিক্ত চার্জশিট আদালতে জমা দিয়েছে CBI। সেই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্যের উল্লেখ কেন্দ্রীয় তদন্ত সংস্থার। এজেন্টরা চাকরিপ্রার্থীদের চাকরির পরীক্ষায় বসে সাদা খাতা জমা দিতে বলেছিল। চাকরির পরীক্ষায় বসে খাতায় একটি প্রশ্নের উত্তর না লিখে শুধুমাত্র মোটা টাকার বিনিময়ে চাকরি হয়েছে অনেকের, এমনই দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থার। চাকরিপ্রার্থীদের কাছ থেকে কাঁড়ি-কাঁড়ি টাকা তুলে সেই টাকা এজেন্টরাই সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে 'কালীঘাটের কাকু'র কাছে পৌঁছে দিত বলে চার্জশিটে উল্লেখ করেছে CBI, এমনই খবর সূত্রের।

  • Mar 07, 2025 16:27 IST

    West Bengal News Live: জামিন পেলেন অয়ন শীল

    প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের জামিন। এবার শর্তসাপেক্ষে জামিন পেলেন হুগলির অয়ন শীল। এর আগে ইডির দায়ের করা মামলাতেও জামিন পেয়েছিলেন অয়ন। এবার সিবিআই-এর দায়ের করা শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলাতেও জামিন পেলেন তিনি। তবে জামিন মিললেও এখনই তাঁর জেল মুক্তি হচ্ছে না।


    বিস্তারিত পড়ুন- Ayan Sil: প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলা, জামিন পেলেন অয়ন শীল



  • Mar 07, 2025 16:21 IST

    West Bengal News Live: চিন-আমেরিকা শুল্ক বিরোধের জের, ভারতকে কাছে টানতে বিরাট কৌশল ড্রাগণের দেশের

     ভারত, চিন এক সঙ্গে কাজ করলে আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি ও 'গ্লোবাল সাউথ'-এর উন্নতি সম্ভব। আমেরিকার সঙ্গে শুল্ক বিরোধের জেরে ভারতকে কাছে টানছে ড্রাগণের দেশ। চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত ও চিনের একত্রে কাজ করার আধিপত্য ও ক্ষমতার রাজনীতির বিরোধিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক বছরগুলিতে  ভারত-চিনের মধ্যে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়েছে, বিশেষত পূর্ব লাদাখের সামরিক বিরোধ সমাধানের পরে। দুই দেশের নেতাদের মধ্যে বেশ কয়েকটি সফল বৈঠকের ফলস্বরূপ বিভিন্ন স্তরে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেন তিনি। 



  • Advertisment
  • Mar 07, 2025 15:27 IST

    West Bengal News Live:হাতির দাঁত-সহ ধৃত ৪

    খাস কলকাতায় হাতির দাঁত-সহ গ্রেফতার ৪। হাজরা মোড় থেকে চারটি হাতির দাঁত-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা ঝাড়খণ্ড ও বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। ক্রেতা সেজে এই চারজনকে পাকড়াও করেছে পুলিশ। 



  • Mar 07, 2025 14:24 IST

    West Bengal News Live:হাতির হামলায় মর্মান্তিক মৃত্যু

    ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রুখতে ইনট্রুশন ডিটেকশন সিস্টেম বা আইডিএস পরীক্ষার কাজ চলছিল। সেই কাজ করতে গিয়ে কুনকি হাতির হামলায় প্রাণ গেল এক ব্যক্তির। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের রাজাভাতখাওয়া স্টেশনের কাছে। মৃত অবসরপ্রাপ্ত কর্নেল সন্দীপ চৌধুরী। তিনি একটি বেসরকারি সংস্থার কর্মী। তিনি রেলপথে আইডিএস চালুর দায়িত্বে ছিলেন। রেললাইনের কাছে হাতি এলে আইডিএস-এ ধরা পড়ার কথা। বিশেষ ওই প্রযুক্তি কেমনভাবে কাজ করছে তা দেখতে রাজাভাতখাওয়া স্টেশনের কাছে গিয়েছিলেন রেলের আধিকারিকরা। সেখানেই ছিল দুটি কুনকি হাতিও। অন্যদিকে, সন্দীপ চৌধুরী-সহ আরও কয়েকজন কর্মীও সেখানে ছিলেন। তখনই ওই লাইন দিয়ে একটি ট্রেন আসছিল। সম্ভবত ট্রেন আসার শব্দেই চঞ্চল হয়ে পড়ে একটি কুনকি হাতি। আচমকা সেই কুনকি হাতি সন্দীপ চৌধুরীকে ফেলে তাঁর মাথা পিষে দেয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।



  • Mar 07, 2025 13:55 IST

    West Bengal News Live:বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত

    কলকাতা বিমানবন্দরের এক নম্বর গেট এলাকা থেকে প্রায় ৩০-৩৫ টন নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করল বিমানবন্দর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বিমানবন্দর থানার পুলিশ এক নম্বর গেট এলাকায় থেকে একটি লরি আটক করে। সেই লরিতে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ শব্দবাজি বাজেয়াপ্ত করে তারা। পাশাপাশি লরির চালককে গ্রেফতার করা হয়। ধৃতের নাম জহিরুল হক।

    বিস্তারিত পড়ুন- Kolkata News: কলকাতা বিমানবন্দরের কাছে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত, গ্রেফতার ১



  • Mar 07, 2025 12:32 IST

    West Bengal News Live:ফের সিভিক ভলাল্টিয়ারের 'দাদাগিরি'!

    এবার মালদায় সিভিক ভলান্টিয়ারের দাদাগিরি! এক গাড়িচালককে বেধড়ক মারধরের অভিযোগ কর্তব্যরত তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সেই মারধরের ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে। আক্রান্ত যুবক তিন সিভিক ভলান্টিয়ারের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন।

    বিস্তারিত পড়ুন-  Malda News: ফের সিভিক ভলাল্টিয়ারের 'দাদাগিরি'! দাবি মতো 'তোলা' না মেলায় গাড়িচালককে বেধড়ক মার



  • Mar 07, 2025 11:52 IST

    West Bengal News Live:ভুয়ো ভোটারের খোঁজে বাড়ি-বাড়ি বিধায়ক

    দক্ষিণ ২৪ পরগনা জেলার ও একাধিক বিধানসভা কেন্দ্রে ভুয়ো ভোটারের রমরমা। জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে হাজার হাজার ভুয়ো ভোটার। এবার সেই ভুয়ো ভোটারের খোঁজে পথে নামলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। ক্যানিং পশ্চিমের বিধায়ক শুক্রবার সকাল থেকে নিজেই বাড়ি বাড়ি ঘুরলেন ভুয়ো ভোটারের খোঁজে। তাঁর বিধানসভা কেন্দ্রের দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে বুথে ঘোরেন তিনি। ভোটার লিস্ট হাতে নিয়ে বাড়ি বাড়ি যান বিধায়ক। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এদিন সকাল থেকেই বিধায়ক বাড়ি বাড়ি হাজির হন। এদিকে বিধায়ককে হাতের কাছে পেয়ে অনেকেই নিজেদের এলাকায় পানীয় জল ও রাস্তার সমস্যার কথা তার সামনে তুলে ধরেন। সেই সমস্যার ও দ্রুত সমাধানের আশ্বাস দেন বিধায়ক। 



  • Mar 07, 2025 11:46 IST

    West Bengal News Live:ভোটার ID কার্ডেও ইউনিক নম্বর সংযোজনের দাবি

    আধার কার্ডের মতো এবার ভোটার আইডি কার্ডেও ইউনিক নম্বর সংযোজন করার দাবি তৃণমূলের। এই দাবিতে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল।

    বিস্তারিত পড়ুন- TMC: আধার কার্ডের মতোই ভোটার ID কার্ডেও ইউনিক নম্বর সংযোজনের দাবি, স্মারকলিপি জমা তৃণমূলের



  • Mar 07, 2025 10:39 IST

    West Bengal News Live:আলাদা বৈঠক অভিষেকের

    'ভূতুড়ে ভোটার' ধরতে এর আগে কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে গতকাল সেই বৈঠকে বাকিরা হাজির থাকলেও ছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার পৃথক বৈঠকের ডাক দিয়েছেন অভিষেক নিজে। আগামী ১৫ মার্চ দলের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক হবে ভার্চুয়ালি। সুব্রত বক্সির নেতৃত্বে একই ইস্যুতে বৈঠকে অভিষেক যোগ না দিয়ে আলাদা করে তাঁর বৈঠকের ডাক দেওয়া নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।



  • Mar 07, 2025 10:28 IST

    West Bengal News Live: মা উড়ালপুলের একাংশ রোজ বন্ধ

    মা উড়ালপুল (Maa Flyover) দিয়ে যাতায়াতকারী প্রত্যেকের জন্যই বিরাট খবর। এবার থেকে প্রতিরাতে ৫ ঘন্টার জন্য বন্ধ রাখা হবে মা উড়ালপুলের একাংশ। সংস্কারের কাজ চলার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যতদিন পর্যন্ত কাজ না শেষ হবে ততদিন প্রতি রাতে ৫ ঘণ্টা মা উড়ালপুলের এই অংশটি বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে।

    বিস্তারিত পড়ুন- Maa Flyover: সংস্কারের কাজের জের, মা উড়ালপুলের একাংশ বন্ধ রাখা হচ্ছে



  • Mar 07, 2025 10:02 IST

    West Bengal News Live: জমি বিবাদে বাড়িতে আগুন, ধৃত ২

    জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে মারাপিট ও পরে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বৃহস্পতিবার রাতে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের দক্ষিণ হরিনডাঙা এলাকা। আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশীদের বাড়িতে। সবমিলিয়ে তিনটি বাড়ি, রান্নাঘর, গোয়ালঘর আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। আগুনে পুড়ে গিয়েছে নগদ টাকা, দুটি বাইক, সাইকেল, বাড়ির আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথি। এই ঘটনায় দু'জনকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে ঢোলা থানার পুলিশ। 



  • Mar 07, 2025 09:22 IST

    West Bengal News Live: শীতের শিহরণ আর কতদিন?

    শীতের কোমল পরশ গায়ে মেখে ঘুম ভাঙছে বঙ্গবাসীর। ভরা ফাগুনে আবহাওয়ার এই বিরাট উলোটপুরাণে রীতিমতো তাজ্জব অনেকেই। সকাল থেকে ঠান্ডার আমেজ শহর থেকে জেলায়। বেলা বাড়লেও ঠান্ডা হাওয়ায় শুষ্ক হচ্ছে ত্বক। ফের সন্ধ্যের পর শীতের শিহরণ সর্বত্র। কতদিন থাকবে এই পরিস্থিতি? এরই মধ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তিন জেলায়। 

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today: ভরা ফাগুনে ঠান্ডার আমেজ, শীতের শিহরণ আর কতদিন? বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?



  • Mar 07, 2025 09:21 IST

    West Bengal News Live: দুঃসাহসিক চুরি

    গড়িয়ায় একটি কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি। দুষ্কৃতীরা দোকানের এডজাস্ট ফ্যান লাগানোর ছোট্ট ফাঁকা জায়গা দিয়ে দোকানে ঢোকে, ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙে নগদ টাকা লুঠ করে নেয়। চুরির পর দোকানে থাকা বিভিন্ন স্কুল ও বিভিন্ন সংস্থার দামী পোশাক নিয়ে পালা তারা। লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানার গড়িয়া জলপোল এলাকায়।



  • Mar 07, 2025 09:20 IST

    West Bengal News Live: বৃদ্ধ দম্পতিকে হেনস্থা

    আবাসন থেকে বৃদ্ধ দম্পতিকে বের করে দেওয়ার অভিযোগ। স্টোর রুমে তালা লাগাতে ভুলে যাওয়ায় তাদের উপর এই ধরনের অমানবিক আচরণ করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার যুবকরা মিলে এক জায়গায় তাঁদের থাকার ব্যবস্থা করেছে। আপাতত সেখানেই অস্থায়ীভাবে বসবাস শুরু করেছেন দম্পতি। 



Jadavpur University Bengali News Today news in west bengal news of west bengal