Ayodhya Deepotsav 2024: ৪৯৬ বছর পর এই প্রথম অযোধ্যায় রাম মন্দিরে জাঁকজমকের সঙ্গে পালিত হচ্ছে আলোর উৎসব দীবপাবলি। ঘাটগুলি সাজানো হবে ২৮ লাখ প্রদীপে। ১৫২৮ সালে রাম মন্দিরের মুক্তির সংগ্রাম শুরু হয়। এই সংগ্রামে লক্ষাধিক মানুষ আত্মবলিদান দিয়েছিলেন। চলতি বছর ২২ জানুয়ারি নতুন রূপে রামমন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ভগবান রামের 'সিংহাসনে' বসার পর প্রথমবারের মতো পালিত হতে চলেছে দীপাবলি। এই উপলক্ষ্যে রাম নগরীতে জনজোয়ারের ছবি ধরা পড়েছে। ইতিমধ্যেই লক্ষাধিক ভক্ত অযোধ্যায় পৌঁছেছেন। এবারের দীলাবলির বিশেষ বিষয় হল রাম মন্দিরে তিন ধরনের প্রদীপ জ্বালানো হবে। গর্ভগৃহে দেশি ঘি'র প্রদীপ জ্বালানো হবে, আর দর্শন মার্গে মাটির প্রদীপ জ্বালানো হবে। ভগবান রামের প্রাঙ্গণ মোম বা গোবরের প্রদীপ দিয়ে আলোকিত করা হবে।
চরম বিপাকে কংগ্রেস! কমিশনের তীব্র ভর্ৎসনার মুখে 'গ্র্যাণ্ড ওল্ড পার্টি'
রামমন্দির ট্রাস্টের সদস্য ডাঃ অনিল মিশ্র জানান, 'দীপোৎসব' নিয়ে মন্দির কমিটি সকল প্রস্তুতি সেড়ে নিয়েছে। ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির। প্রথমবারের মতো দীপাবলি রাম ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। ভগবান রামের দরবারে দীপাবলিকে কেন্দ্র করে অন্যরকম উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। পুরো শহরটাই আলোয় ঝলমল করছে। অযোধ্যার মানুষ দীলাবলীকে স্বাগত জানাতে প্রস্তুত। অযোধ্যায় দীপাবলির কথা বলতে গিয়ে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠানে পরে এটাই প্রথম দীপাবলি! বহু প্রজন্ম এই দিনটির জন্য অপেক্ষা করেছিলেন এবং লক্ষ লক্ষ মানুষ এই দীপাবলির জন্য "বলিদান ও নির্যাতন সহ্য করেছে"।
আকাশে ঘুরবে ড্রোন চড়কি, ছাতা খাটাবে ফুলঝুড়ি! কালীপুজোয় আসতবাজির চোখ ধাঁধানো কালেকশন!
এই বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর এটিই হবে অযোধ্যায় প্রথম দীপোৎসব উদযাপন হতে চলেছে। বিজেপি নেতৃত্বাধীন উত্তর প্রদেশ সরকার নতুন বিশ্ব রেকর্ড তৈরির জন্য শহরকে ২৮ লাখ মাটির প্রদীপ দিয়ে আলোকিত করার পরিকল্পনা করেছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে প্রায় ১,১০০ জন সর্যু নদীর তীরে একটি "বিশেষ আরতি" করবেন। দীপোৎসবের জন্য, ছয়টি দেশের শিল্পীরা তাদের শিল্পশৈলী পরিবেশন করবেন তার মধ্যে রয়েছে — মায়ানমার, নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, কম্বোডিয়া এবং ইন্দোনেশিয়া। উৎসব উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের রাস্তা ও মোড় থেকে সরয়ু নদীর ঘাট আলোয় ঝলমল করছে। আজ এই ঘাটগুলি ২৮ লক্ষ মাটির প্রদীপে আলোকিত হবে এবং টানা সপ্তমবারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলতে মরিয়া যোগী প্রশাসন।