স্বাধীনতা দিবসের আগে জম্মু-কাশ্মীরের রাজৌরিতে আত্মঘাতী জঙ্গি হামলায় তিন সেনা সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর পালটা গুলিতে দুই সন্ত্রাসবাদীও প্রাণ হারান। সেনা সূত্রে খবর রাজৌরির পারগল সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করে পাক মদতপুষ্ট জঙ্গিরা। তাদের অবস্থান টের পেয়েই পাল্টা অভিযানে নামে সেনা।
জঙ্গিরা সেনাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে তাতেই নিহত হন সেনাবাহিনীর তিন সদস্য। অন্যদিকে সেনার ছোঁড়া গুলিতে প্রাণ হারিয়েছেন দুই সন্ত্রাসবাদী। এই ঘটনায় আরও ২ সেনা সদস্য আহত হয়েছেন। তাঁদের স্থানীয় সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: < একই পরিবারের চারজনকে কুপিয়ে খুন! হাড় হিম করা ঘটনা হাওড়ায় >
জম্মু পুলিশের এডিজি মুকেশ সিং বলেছেন যে "জঙ্গিরা রাজৌরির দারহাল এলাকার পারগালে সেনা ছাউনিতে ঢোকার চেষ্টা করে"। সেনা-জঙ্গির গুলি বিনিময়ের পরে, দুই জঙ্গি নিহত হয়, পাশাপাশি এই ঘটনায় তিন সেনা সদস্যও প্রাণ হারান। আরও কোন জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা দেখার জন্য এলাকায় চিরুনি তল্লাশি শুরু হয়েছে”।