Jammu & Kashmir Encounter: বারুদের গন্ধ, এলোপাথাড়ি গুলি, রণক্ষেত্র ভূস্বর্গ, সেনা-জঙ্গি ভয়ঙ্কর লড়াই, বরফে পড়ে মৃতদেহ

3 Terrorists Killed In Jammu And Kashmir: নিরাপত্তা বাহিনী, জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়। এর পর, নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ-এর সঙ্গে প্যারা মিলিটারি ফোর্সের সদস্যরাও অভিযানে নামেন।

3 Terrorists Killed In Jammu And Kashmir: নিরাপত্তা বাহিনী, জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়। এর পর, নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ-এর সঙ্গে প্যারা মিলিটারি ফোর্সের সদস্যরাও অভিযানে নামেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফের বিরাট সাফল্য পেল ভারতীয় সেনা

Jammu And Kashmir Encounter: জম্মু ও কাশ্মীরে গুলির লড়াই। এনকাউন্টারে জইশ কমান্ডার সহ তিন জঙ্গির মৃত্যু হয়েছে। আরও কেউ ওই অঞ্চলে লুকিয়ে আছে তা খতিয়ে দেখতে সেনাবাহিনী, পুলিশ, সিআরপিএফ এবং প্যারা মিলিটারি ফোর্সের সদস্যরা এখনও জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে ওই এলাকায় আরও বেশ কয়েকজন জঙ্গি গা ঢাকা দিয়ে রয়েছে।  

Advertisment

ফের বিরাট সাফল্য পেল ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের কিশতোয়ারে জঙ্গিদের বিরুদ্ধে চলমান অভিযানে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে তিন জঙ্গির। তাদের মধ্যে রয়েছেন জইশ-ই-মহাম্মদের শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ। সেনা সূত্রে খবর, ৯ এপ্রিল থেকে এই অভিযান চলছিল।

বৃহস্পতিবারও নিরাপত্তা বাহিনী, জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় হয়। এর পর, নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। সেনাবাহিনী, পুলিশ এবং সিআরপিএফ-এর সঙ্গে প্যারা মিলিটারি ফোর্সের সদস্যরাও অভিযানে নামেন। এদিকে এই ঘটনার পর সেনাবাহিনী জাতীয় সড়ক ৪৪ (এনএইচ-৪৪)-এর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। বিশেষ করে সংবেদনশীল এলাকা এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নজরদারি চালানো হচ্ছে।

দিল্লিতে ভয়াবহ ধুলোঝড়, বিপর্যস্ত জনজীবন, মৃত্যু

Advertisment

সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, গত তিন দিন ধরে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। শুক্রবার সকাল থেকে দফায় দফায় চলে সেনা-জঙ্গি গুলির লড়াই। সংঘর্ষে তিন জঙ্গি নিহত হয়েছে। ডোডা-কিশতওয়ার-রামবান রেঞ্জের ডিআইজি শ্রীধর পাটিল বলেছেন, সেনা জঙ্গির গুলির লড়াইয়ে তিন জন জঙ্গির মৃত্যু হয়েছে। বাকি জঙ্গিদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। যতক্ষণ না সব জঙ্গিকে খুঁজে বের করে আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে এই অভিযান। 

অপর একটি ঘটনায় জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর জঙ্গিদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে ভারতীয় সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) শহীদ হয়েছেন, সেনাবাহিনী শনিবার জানিয়েছে, জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করলেও তাদের সেই চেষ্টা ব্যর্থ করা হয়েছে।

Jammu-Kashmir Jammu Army Encounter in Sophian Jammu and Kashmir