Delhi dust storm: শুক্রবার সন্ধেয় রাজধানী দিল্লিতে তীব্র ধুলো-ঝড়ে লণ্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়। ধুলো ঝড়টি ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে বয়ে যায়, যার জেরে গোটা রাজধানীর শহরাঞ্চল ধুলোয় ঢেকে যায়। পূর্ব দিল্লিতে ব্যাপক ঝেড়র জেরে একটি নির্মীয়মাণ বিল্ডিংয়ের পাঁচিল ভেঙে একজনের মৃত্যু এবং দু'জন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে এই ধরণের ধুলো ঝড় দিল্লিতে নতুন নয়, এর আগেও এমন ঝড়ের সাক্ষী থেকেছে রাজধানী। তবে গতকাল সন্ধের ধুলো ঝড়ের তীব্রতা ও বিস্তার ছিল তুলনামূলকভাবে অনেক বেশি।
শুক্রবার সন্ধের ধুলো ঝড়ের ফলে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) চরম মাত্রায় পৌঁছে যায়। বেশ কয়েকটি অঞ্চলে AQI ৫০০-র ওপরে রেকর্ড করা হয়, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে পড়ে। ঝড়ের জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় শহরের অনেক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে ব্যাঘাত ঘটে। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক ফ্লাইট দেরিতে ছাড়ে বা বাতিল হয়। ১৫টি বিমানকে অন্য পথে ঘোরানো হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, রাজধানীর হাসপাতালগুলিতে শ্বাসকষ্ট, অ্যালার্জি এবং চোখে সমস্যা নিয়ে অনেক রোগী ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞরা শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টের রোগীদের ঘরে থাকার পরামর্শ দিয়েছেন।
গতকাল সন্ধেয় এই ঝড়ের জেরে বেশ কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বহু গাছ উপড়ে যায় এবং বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতির মোকাবিলায় সচেষ্ট হয় দিল্লি প্রশাসন। জরুরি পরিষেবাগুলি যাতে সবসময় সক্রিয় থাকে তার উদ্যোগ নেন প্রশসানিক কর্তারা। শহর পরিষ্কারের জন্য পর্যাপ্ত কর্মীকে রাস্তায় নামানো হয়। তাঁরা ধুলো পরিষ্কারের কাজ শুরুর পাশাপাশি বিভিন্ন এলাকায় জল ছিটিয়ে বাতাসের ধুলো কমানোর চেষ্টা করতে থাকেন।
আরও পড়ুন- Top 10 Airports in the World: আভিজাত্যের সঙ্গে আধুনিকতার মিশেল, এগুলোই বিশ্বের সেরা ১০ এয়ারপোর্ট, তালিকায় ভারত কত নম্বরে?
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের ধুলো ঝড় দিল্লির মতো শহরে ক্রমবর্ধমান দূষণ এবং জলবায়ু পরিবর্তনের একটি প্রতিফলন। তাঁরা জানাচ্ছেন, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও পরিবেশ রক্ষায় সচেতন হতে হবে, যাতে ভবিষ্যতে এমন প্রাকৃতিক দুর্যোগের মাত্রা কমানো যায়।
আরও পড়ুন- PM Modi Varanasi Visit : বিমানবন্দরে নেমেই 'অ্যাকশনে' মোদী, চাইলেন রিপোর্ট! প্রশাসনকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার নির্দেশ