দেশে করোনা স্বস্তি। এক লাফে বেশ খানিকটা কমল দৈনিক সংক্রমণ। কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। দেশে রেকর্ড সংখ্যায় টিকাকরণের ঠিক পরপরই করেনা অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় ৯ হাজার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ৩০ হাজার ৭৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। আগের দিনের তুলনায় যা অনেকটাই কম। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০৯ জনের।
শুক্রবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। মোদীর জন্মদিনে দেশের আড়াই কোটিরও বেশি মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। রেকর্ড সংখ্যায় টিকাকরণের পরপরই দেশের সার্বিক করোনা পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী একদিনে প্রায় ৫ হাজার কমেছে দৈনিক সংক্রমণ।
শনিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩৪ লক্ষ ৪৮ হাজার ১৬৩। যাঁদের মধ্যে ৩ কোটি ২৬ লক্ষ ৭১ হাজার ১৬৭ জনই করোনামুক্ত হয়েছেন। দেশে বর্তমানে করোনা অ্যাক্টিভ কেস ৩ লক্ষ ৩২ হাজার ১৫৮। করোনায় দেশে মৃত্যু বেড়ে ৪ লক্ষ ৪৪ হাজার ৮৩৮। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ইতিমধ্যেই দেশের ৮০ কোটি ৪৩ লক্ষ ৭২ হাজার ৩৩১ জনের টিকাকরণ হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৮৫ লক্ষ ৪২ হাজার ৭৩২ জন করোনার টিকা পেয়েছেন।
কেরলের সংক্রমণ পরিস্থিতি এখনও বিপজ্জনক অবস্থাতেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে ফের ১৯ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে ৬৫ শতাংশ নতুন সংক্রমিত কেরলের বাসিন্দা। সংক্রমণ পরিস্থিতিতে লাগাম পরাতে একাধিক ব্যবস্থা নিয়েছে কেরল সরকার। সপ্তাহান্তে লকডাউন, নাইট কারফিউ জারি থাকলেও পরিস্থতির বদল হচ্ছে না।
আরও পড়ুন- পার্থর পর এবার রাজ্যের আরও এক মন্ত্রীকে তলব ইডি-র
অন্যদিকে করোনাকালে আজ থেকেই সংযুক্ত আরব আমিরশাহীতে বসছে আইপিএল-এর দ্বিতীয় পর্বের আসর। ভারত থেকে যাওয়া দর্শকদের জন্য নয়া একটি গাইডলাইন প্রকাশ করেছে বিসিসিআই। আইপিএল-এর ম্যাচ দেখতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে যে ফ্যানেরা যাবেন, তাঁদের জন্যই এই নির্দেশিকা বিসিসিআইয়ের। ওই নির্দেশিকায় বলা হয়েছে, ক্রিকেটপ্রেমীদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে না রাখলেও চলবে। তবে প্রত্যেকের করোনা টিকার দুটি ডোজই নেওয়া থাকতে হবে। তবেই স্টেডিয়ামে ঢুকে খেলা দেখার অনুমতি মিলবে।
Read full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন